আবু উবাদা
কলিজার টুকরো সন্তান রেখে, সবচেয়ে প্রিয় সহধর্মিণীকে রেখে ছুটে চলেছেন অজানা এক গন্তব্যে। জানা নেই—কী হবে তার গন্তব্যের শেষ ঠিকানা। সহায় সম্বল, স্ত্রী সন্তান সব রেখে পারি জমালেন।
এ দিকে যালিমদের জোরজবরদস্তিতে পরে থাকতে হলো স্বামী থেকে হাজার বছররের দূরে। হারাতে হলো কোলের সন্তানকে। কিন্তু হাল ছেড়ে দেন নি।