১২.০৭.২৫ (This july is mine Inshallah)


 



স্টুডেন্ট লাইফ থেকে বলে আসছি আমাকে একটা কিছ করতে হবে যেখানে আমি হবো আমার বস। আমি কারো অন্ডারে চাকরি করবো না। ফারেগ হওয়ার পরেই আমি আমার অফিসে গিয়ে বসবো। এই চিন্তা করছি। ফারেগ হয়েছি কবে? 2022 সালে ।  এখন 2025 মোট কয় বছর হলো। 3 বছর চলে গেলো  কি করলাম?  কোন কাজই তো করলাম না। 

আর কত ভাববো? আর কতো চিন্তা করবো?  এখনো শুরু করছিনা কেন?  কি ভাবছি?  কেন শুরু কতে  পারছি না? কী সমস্যা? 


আমার  প্রতিটা মুহুর্ত কীভাবে ব্যায় করছি?  আমি কি চাই?  এখন আমার কি দরকার?  কি করা দরকার? আর কি করছি?   


আমার প্রতিটি মুহুর্ত খরচ করতে হবে হিসাব করে। যেমন প্রতিটা টাকা খরচ করতে হয় হিসাব করে। এখন হচ্ছে GOLD AGE OF MY LIFE. এখন টায়ার্ড হলে টায়ার্ড যখন হওয়ার বয়স হবে তখন তো কিছুই করতে পারবো না। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু