28.06.25 আইডিয়া।

 

মেটারনিটি নিয়ে কাজ করলে এর বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম দার করানো যাবে। যেমন প্রেগনেন্সির শুরু থেকে একদম শেষ পর্যন্ত জার্নিটা কি রকম হতে পারে তখন কি করত হবে কি কি করা যাবে না। এর একটি বিশ্বস্ত সোর্সে পরিণত হতে পরে। এগুলো হবে ইনফরমেটিভ কন্টেন্ট। 

এটার জন্য এবিষয়ক একজন দক্ষ ডাক্তারের সাথে আমাদের ডিল হতে পারে, সাইনিং হতে পারে। তিনি শুধু আমাদেরকে কন্টেন্ট করে দিবেন। যা  একজন মায়ের প্রেগনেন্সি জার্নিতে প্রয়োজন হয়। 

আর আমরা এর জন্য তাদের কি কি দরকার বা কি কি দরকার না। সে অনুযায়ী প্রডাক্ট রেডি করে বিক্রি করবো। 


এবং আমরা যে গাইডবুকটি লিখবো সেটা যাচাই বাচাই করবেন তিনি।এই গাইডবুকটিতে তাদের সকল প্রশ্নের সহজ সমাধান এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু