26.06.25 আমি কোথায় যেতে চাই

 কোন একটা প্রডাক্ট সিলেক্ট করবো। 

আমি কোথায় যেতে চাই। 

আগামী ৫ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই? 

প্রতিদিন আমি কিসের পেছনে কাজ করি?

আমি কি আমার পথে আছি?

না থাকলে কেন নাই? 

আমি কি ফোকাসে আছি? 

কোন কোন জিনিসগুলো আমাকে ফোকাস লেস করে? 

আমি কি প্রতিদিন আমার মেজর কাজগুলো করি?

মেজর কাজগুলো কি? তা নির্ধারণ করি।

এখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি??

আজকে সারাদিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি?



আমি কত টাকা লস করতে পারবো এখন। 

এখন এই মুহূর্তে ১০ হাজার টাকা লস করতে পারবো। 

⁉️কতবার ফেইল হতে পারবো?

✅যতবার না উইন হই। তবে এখন ১০ হাজার টাকায় যতবার ফেইল হয়ে আবার ব্রেক নিয়ে আবার ফেইল এবং লার্নিংয়ের জন্য প্রস্তুত হতে পারি। 

কতবার উঠে দাঁড়াতে পারবো?

⁉️কতগুলো কন্টেন্ট করতে পারবো

✅ যতগুলো লাগবে? আর কতগুলো লাগবে আমি ধ

জানি না। 

কতগুলো কথার তীরের আঘাত সহ্য করতে পারবো?

সবাই আমাকে ছেড়ে চলে গেলে তখন আমি কি করবো? 


Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু