22.06.25 Talking on camera

 Talking on camera

Mindset:

  1. আমি কথা বলছি ক্যামেরার পেছনে থাকা মানুষদের সাথে। ক্যামেরার সাথে না। 
  2. ভেতরে ভেতরে নিজে কথা বলার প্রেক্টিস  করা। মানে Inside my self
  3. যা বলবো নিজে ওউন করে বলবো। ফিল করে বলবো। 
  4. যে বিষয়ে কথা বলবে বিষয়ের প্রচুর রিসার্চ করে তারপর কথা বলবো। 
  5. যে টপিকে কথা বলবো সেই টপিকের ইমোশনাল টোন কি হবে? সেই ন্যাচারাল ইমোশনাল টোন আনতে হবে। 
  6. প্রথমেই পারফেক্ট হবে না, তবে প্রেক্টিসের মাধ্যমে সময়ের সাথে সাথে উন্নতির দিকে যাবে। 
  7. মানুষ বাজে কমেন্ট করবে। 
  8. কোন প্রডাক্ট বিক্রি করলে অফলাইনে মানুষদেরকে কনভিন্স করার জন্য তার কাছে বিক্রি করার জন্য যেভাবে হিসাব করে কথা বলতে হয় সেভাবে বলতে হবে। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু