18.06.25


আজকে কি করলাম?

সকালে ঘুম থেকে উঠেছি ভোরে। নামাজ পরেছি। জিকির  আযকার করেছি। ব্যায়াম করেছি। তাদাব্বুু করেছি। 


স্কুলে গিয়েছি, বিজনেস নিয়ে ভেবেছি। হিসাব করেছি। বাট খুব এক্টিভলি কাজ করতে পারি নাই। বেশ ডিফোকাস্ড ছিলাম। কাজের কাজ করতে পারি নাই। 

আজকেই মনে হয় লাস্ট কথা হলো।  পরে আর কবে কথা হবে জানিনা। তবে হবে। আপনি পারবেন না থাকতে  এটা আমি জানি। সত্যি জানি। নতুন কেউ একজন আসলে ফোন আপনি দিবেন কোন সন্দেহ নেই তাতে। আমি তো আপনাকে চিনি। 

কালকের আমার প্রধান কাজ হবে। 2 প্রডাক্টের কমপ্লিট প্ল্যান করা। যে কোন 2টা। করতেই হবে আমাকে। যেভাবেই হোক। 

টউশনি আছে। মাগরিবের পরে যাবো। 

ক্লাস দেখবো। 

নিজের সাতে বসবো। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু