16.06.25
গতকাল কি করলাম?
স্কুলে গিয়েছি। তেমন কোন কাজ ছিলো না স্কুলে তাই বই পড়েছি।
স্কুল থেকে আসার পরে রাতে ঘুমের আগে পর্যন্ত কি করেছি?
- কাপড় ধুয়েছি।
- লেপটপে এলোমেলো কাজ করেছি। অর্গানাইজ লি কোন কাজ হয় নাই।
- বাহিরে ১০ নাম্বার গিয়েছি একটা বালিশ কিনতে।
- তো কাজের কাজ কি করলেন? কিছুই না।
- বাড়িতে কথা বলেছি।
💼আজকে কি করবো?
স্কুলে যাবো তবে স্কুলে তেমন কোন কাজ নাই। কোর্স দেখবো বই পড়বো। ২ ঘণ্টা ২ ঘণ্টা ৪ ঘন্টা।
মোট ১৫ টি নিশ সিলেক্ট করবো সেখান থেকে একটা সিলেক্ট করে শুরু করে দিবো। যে কোন একটা দিয়ে শুরু করে দিবো।
আজকে ব্যাংকে যেতে হবে। কোন ব্যাংকে যাবো? EBL এ যাবো। সেখানে ব্যাংক একাউন্ট খুলবো এবং ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করবো। হয়তো আজকেই হবে না কিছু তথ্য ইনফরমেশন লাগবে।
10:00 Am --3:30 Pm
2 টা বাজে যাবো।
৯:৪০ এ স্কুলের জন্য বে্র হবো।
৯:২০ এ গোসল করবো।
রাতে ঘুমাবো ১১:০০, উঠবো ৪:০০ মোট ঘুম হবে ৫ ঘণ্টা। পাঁচ ঘণ্টা এনাফ টাইম।
সকালের নাস্তা কি হবে? হুম হবে। খিচুড়ি খাবো।
⏰প্রতিদিন নিজের হিসাব নিবো:
১৫ মিনিট। এটা হবে ইশার নামাজের পরে। ইশার নামাজ হচ্ছে ৮:৪৫ এ।
৯:৩০ পর্যন্ত।
🎯 আমি কি সেল করবো এখনো জানিনা তবে আমার টার্গেট হচ্ছে আগামী ৬ মাসে মানে ১৮০ দিনে ১০০০০০০ (১০ লাখ টাকা সেল করবো ইনশাআল্লাহ)
যেভাবেই হোক করবোই করবো ইনশাআল্লাহ। হে আল্লাহ তুমি সহায় হও।
⁉️
প্রত্যেকটা কাজ শুরু করার আগে এই কাজগুলো আমাকে করতেই হবে:
- আমি কি করতে চাই?
- কিসের জন্য লেপটপটা ওপেন করেছি?
- কেন মোবাইলটা হাতের নিয়েছি?
- ফেসবুকে কেন ঢুকবো?
- মৌলিক কোন কাজটা করার জন্য আমি বসেছি।
- গুগলে ঢুকলে আমি কেন ঢুকবো? আর কি কি সার্চ করবো?
- স্পেসিফিক যে জন্য আমি ঢুকবো ঠিক সেই কাজটা করেই আমির পরবর্তি কাজটা কি সেটা করতে থাকবো।
⁉️
কাজ শেষে:
- কি সম্পন্ন করলাম?
- কতটুকু সময় মুল ফোকাসে ছিলাম?
- মূল কাজটা করতে পেরেছি কিনা?
- আমার স্বপ্নের পথে সাহায্যকারী কোন কাজ করেছি কি কিনা?
- কি শিখলাম?
- মূল পয়েন্টগুলো কি যা আমি কাজে লাগাতে পারি।
১৯.০৬.২৫ তারিখ আমার বাড়ি যাওয়ার প্রয়োজন হতে পারে।
তাহলে ১৯.০৬.২৫--২১.০৬.২৫ (৩ দিন কাজ করতে পারবো বাট রাস্তায় থাকতে হবে আমার)
💹বিজনেসের কি কি কাজ করবো??
⁉️
বিজনেসের কোন জায়গায় আছি আমরা এখন?
কোর্স দেখবো ২ ঘণ্টা।
কোর্সের কোন ভিডিও গুলো দেখবো? আর কেন দেখবো?
আর কি কি কাজ?
⚠️নিশ নিয়ে কাজ করবো। নিশ নিয়ে কি কাজ?
⚠️কাঁথার প্ল্যানটা ডান করবো (২ ঘণ্টা।)
⚠️পিলো প্ল্যানটা করবো (৩ ঘণ্টা।) ফুল প্ল্যান নাকি শুধু প্ল্যানের একাংশ।
মোট- ৫ ঘণ্টা।
(এই তিন ঘন্টা হবে আমার সুপার এক্টিভ টাইম। সব কিছু বন্ধ থাকবে। আমার সমস্ত মনোযোগ থাকবে। এই কাজেই।)
কোন একটি কাজকে সুপার এক্টিভ এবং প্রোডাক্টিভ করার জন্য সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে সরিয়ে নিতে হবে নিজেকে।
এজন্যই রাসূল হেরা গুহায় ধ্যান করতেন।
Dandruff এর একটা প্ল্যান।
হেয়ার সাদা বা পরে যাওয়ার একটা প্ল্যান।
⁉️
আজকে সারাদিনে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? যদি আমি জানতাম যে, কালকে মরে যাবো তাহলে আজকে এমন একটা কি কাজ আমি করতাম?
⭐ পার্সোনাল:
- পেছনের সমস্ত ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করতাম।
💼 প্রফেশনাল:
- এটা এখনো মাথায় আসছে না।
👨❤️👨 রিলেশনশিপ:
- H
🌙 রিলিজিয়াস:
- সমস্ত কাজেই রিলিজিয়াসলি হতো।
- কুরআন তিলাওয়াত জিকির আযকার আর দোয়া করতাম।
একটা কাজ যদি বলি তাহলে সেটা কি হতো?
ইসলামের জন্য নিজের জীবনটাকে দিয়ে দেওয়া।
এখন এর জন্য নিজেকে প্রস্তুত করি।
আজকে কি করলাম:
৪:৩০ এর আগে ঘুম থেকে উঠেছি।
নামাজ পড়েছি।
১ গ্লাস পানি খেয়েছি।
তাদাব্বুরে কুরআন করেছি।
স্কুলে গিয়েছি সীরাত পড়েছি।
ভিডিও দেখছি অল্প।
ব্যাংকে গিয়েছি।
কাগজপত্র প্রিন্ট করেছি।
কালকে আবার যেতে হবে।
প্ল্যান অনুযায়ী কাজ কি করেছি?
না।
বাকি সময় কথা বলেছি রাফানের সাথে। মোট ৩ ঘন্টা ২২০ মিনিট।