15.06.25
2 তারিখ থেকে আজ 15 তারিখ।
এই 14 দিনের হিসাব কি? বা কি করলাম?
তেমন কিছুই করা হয় নাই। ঈদ ছিলো। নাছের গোলের প্রতি উদ্বুদ্ধ করে এমন কাজই করি নাই। আমার স্বপ্নের পথে হাঁটার জন্য তেমন কোন কাজই করা হয় নাই। এই ১৪ দিনে।
৩ মাসের প্ল্যান করেছিলাম এটা আমাকে মরে হলেও বাস্তবায়ন করতেই হবে। ইনশাআল্লাহ। দুনিয়ার কোন বাঁধাই আমাকে আটকাতে পারবে না আল্লাহ চাহে তো।
প্রতিদিন আমাকে সব কাজের পরে আমার নিজের জন্য কাজ করতে হবে। নিজের স্বপ্নের জন্য। নিজেকে প্রস্তুত করতে হবে অন্যের জন্য। এখন থেকেই কাজ শুরু ইনশাআল্লাহ....
৯:২৮ am
আজকের প্ল্যান কি? সারাদিনের কাজ কি?
১০ টা থেকে স্কুল।
টিউশনিতে যাবো না আজকে।
কাপড় ধুঁইতে হবে।
একটা বেডশিট এবং একটা বালিশ কিনতে হবে।
বিজনেসের কাজ করতে হবে। কোন কোন কাজগুলো এখন করতে হবে?
বিজনেসের কাজে কোন জায়গায় আছি আমার এখন। কোন স্টেটে আছি? এর পরের স্টেপগুলো কি নিতে হবে?
দুপুরে লাঞ্চ।
রাতের খাবার?
পানি খাওয়া?
নিজেকে নিয়ে বসা।
সময় মতো নামাজ
টাইম টু টাইম ঘুমানো।
বই পড়া
কোর্স দেখা।
ছ