02.06.25
এই হলো অন্যের জন্য কাজ করার ফলাফল। সব টিচার অপেক্ষায় আছে। মাসেও শেষ। দু'মাসের সেলারি নিয়ে একসাথে বাড়ি যাবে।
ঈদের আগে আজ শেষদিন। বেতন দিবে কি দিবে না। কোন খবর নেই। সবার আশায় গুড়ে বালি নিক্ষেপ করলো। ওরা কি টাইপের লিডারশিপ মেইনটেন করে জানা নেই আমার।
টাকা দিতে পারছে না ভালো কথা। একটা রেসপেক্ট ফুল কথা বলতে পারে। আমাদের আবেগ অনুভূতির কথা শুনতে পারে। তাদের কিছু সান্ত্বনা বানি শুনাতে পারে। তাদের নিজেদেরকে একাউন্টেবেলিটির আওতায় আনতে পারে। দায়বদ্ধতার আওয়তায় আনতে পারে। এটা করবে তাদের নিজের উদ্যোগে। তখন না ইম্পলয়দের লায়ালিটি তৈরি হবে। বিশ্বাস তৈরি হবে কোম্পানির প্রতি মায়া তৈরি হবে। দিল দিয়ে কাজ করার মানসিকতা গড়ে উঠবে।