০১.০৬.২৫
আজকের সকালটা শুরু হলো একটা ব্যর্থতা দিয়ে। এই কাজগুলো করার কথা ছিলো।
সকাল...
ঘুম থেকে উঠবো ইনশাআল্লাহ ৪:৩০ AM
ওজু
নামাজজি
কির আজকাল
কুরআন তিলাওয়াত
দশ মিনিট ব্রাক ২ গ্লাস পানি
একটু ব্যায়াম করবো
একটা ডিম সিদ্ধ
সীরাত থেকে ৩০ মিনিট পড়া।
---------------------------------------------
ঘুম থেকে উঠেছি ৬:২৪ Am,
ওজু করে মাজ পড়লাম।
01/06.25
10:56 pm
আমার আসলে প্রবলেমটা কি শুরু করতে? কেন শুরু করতে পারছি না।
বেশি ভাবি ও থিংক করি। Action নিতে ভয় কাজ করে? কিসের ভয় মরে যাওয়ার ভয়? না তো সের ভয়? আপনার কোন জায়গায় দূর্বলতা আছে যার কারণে আপনি শুরু করতে পারছেন না?
আমার সবচেয়ে বড় প্রবলেম মেনে হচ্ছে
- ইগো, নিজের ভেতর অন্যরকম একটা কিছু কাজ করা। মানুষ আমাকে না দেখুক। আমি আড়ালে থাকতে চাই। আড়ালে থেকে কাজ করতে চাই এটা আমাকে সত্যি কাবু করে ফেলে।
- কন্টেন্টে ফোকাসে না আসতে চাওয়া ,সামনে আসেত না চাওয়া
- টাকা হারানোর ভয়।
- এটা দিয়ে কাজ হবে। কত দূর যাওয়া যাবে এটা দিয়ে?
এগুলো পুরিয়ে দিতে হবে। আমি একাই কাজ করবো শুরুতে। বাট সে যদি এরকম না হয় তাহলে তাকে নিয়ে বেশিদূর যাওয়াটা পসিবল না।
কালকের কাজ কি?
01.06.25
11:23 PM
ঘুম থেকে উঠা 4:30 Am
ওজু
নামাজ
জিকির আযকার
কোরআন তেলাওয়াত।
2 গ্লাস পানি।
ডিম সিদ্ধ।
গোল রিভিও নিজেকে নিয়ে বসা।
একটা বই পড়া।
দেশিকে টাইম দেওয়া।
ওকে টাইম দেয়া।
টিউশনিতে যাওয়াল
প্ল্যান কমপ্লিটা করা। কোর্স দেখা।
ফোকাস ডিসিপ্লিন এ্যকশন প্ল্যান প্র্যাক্টিস করা।
নিশ খোঁজ এবং প্ল্যান করতে থাকা।
একশেনে যাওয়া টেস্ট করা।