৩০.০৫.২৫

 আজকে অনেক কাজ করেছি। বাট কাজের কাজ কিছু কি করেছি? এলাকার নিয়ে ভেবেছি। মোটামুটি একটা পর্যায়ে এসেছে। 


কিন্তু এখন কান্না করতে ইচ্ছা করছে। আপনি কল দিবেন ভেবে শুইয়েও ঘুমাই নাই দুপুরে।

এখন মাথাটা প্রচন্ড ব্যথা করছে। জিনিয়া ঘুমাতে পারবো কি না। আজকে মনে হচ্ছিলো - আপনি মাঝে মাঝে বলেন না— আপনাকে খুন করে ফেলবো। আচ্ছা তাই করেন। আমাকে মেরে ফেলেন। লেখাটি লিখছি ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে। অশ্রুসিক্ত চোখে। 

কতবার যে আজকে ওয়াটসআপ চেক করেছি। আমার জানা নাই। পরে চেক করে দেখলাম ৬৩ বার চেক করেছি। হতে পারে এটা কম। আমার কাছে আরো বেশি হবে মনে হয়।


আজকে খুব কান্না পাচ্ছিলো। তোর জন্য। কেন তুই এমন? জানি আপনি কোন সুযোগ পাননি। পাইলেও ফোন হয়তো পাননি। 

গতকাল বলেছিলাম আপনি অনেক ভালো বলেছিলিম বেশ কয়েকবার।। আপনি আসলে কারণটা জানতে পারে না নাই। আসলে আমি সব বলতে পারি না এটা আপনি জানেন। 

এর রিয়েল মানেটা কি জানেন? আপনাকে এত কাছে আমার ফিল হচ্ছিলো যেন আপনি আমার হৃদয়ের সেই জায়গাটায় ঘুপচি মেরে বসে আছেন। আমার কলিজায় হাত রেখে। আপনার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আপনার শরীরের গন্ধ পাচ্ছিলাম। কত মিষ্টি‌ আপনার শরীরের গন্ধটা। হবেন কি আমার আপনি? তাই বলেছিলাম আপনি অনেক ভালো। এত ভালো কেন আপনি? হবেন? আজকে সারাটা দিন খুব কষ্ট হয়েছে রে। কান্না করতে ইচ্ছে করেছিলো। 

 

যে দিন আপনি আমার হবেন সেদিন থেকে আপনাকে আমার হৃদয়ের খাঁচায় রেখে দিবো। আমার কলিজায় তুই থাকবি সবসময়। সত্যি আমার কলিজা আপনি ঘুমাবেন। আমার কলিজাই হবে আপনার মাথা রাখার জায়গা।

কোনদিন তোরে বকা দিবো না। রাগ করবো না। তুই যে আমার বুড়ি বেবি। বেবিদের বকা দেওয়া যায়? রাগ করা যায়? কোনদিন রাগ করবো না। 

তোকে না পাইলেও তোর জন্য দান করে যাবো। দোয়া করে যাবো। 

তুই কেন এমন। আমারে মেরে ফেলেন। না হয় তোর বুকে টেনে নে। না হয় আমার বুকে আয়। 


যাক ভালো থাকবেন। আমার প্রিয় আপনি। তুই আমার প্রিয় আপনি। 


লাইক জ্বালানো থাকলে আমি ঘুমাতে পারি না। শুইয়েছি কখন এখনো ঘুম নাই। অসহ্য লাগছে। আর মনে হচ্ছে যদি এরকম একটা জায়গায় থাকতে পারতাম যেখানে আমি একা শুধু একা। 

তবে হয়তো অচিরেই এরকম একটা জায়গায় চলে যাবো।‌ যেখানে আমি একা থাকবো যেমন ছিলেন আমাদের রাসুল হেরা গুহায়। ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে আসছে । তারপরেও ঘুমাতে পারছি না লাইটের কারণে। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু