29/05/25
আজকে মাস্টারমাইন্ড ঢাকা উত্তরের কমিউনিটিতে ১২:৩৫ পর্যন্ত।
সবাইকে একভাবে কন্টেন্টে বলা যাবে না। তার বেয়েই বিয়ার বা ডেমোগ্রাফি ধরে ধরে কন্টেন্টে আগাতে হবে। একে জনকে একেভাবে বলতে হবে কন্টেন্টে।
মেট্রোতে দিড়গয়ে আছি। লেট করছে। আজকে আসতে। সোজা চোখ গিয়ে পড়লো একটি কাপলের উপর। দুজনের হাতেই সিগেরেটর হাতল। আর ধোঁয়া উড়ছে।
আজকে এভাটার নিয়ে কাজ না হলেও মাস্টারমাইন্ডে কিছুটা কথা হয়েছে।