28/05/25
The Cave (18:67)
قَالَ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِىَ صَبْرًۭا ٦٧
He said, “You certainly cannot be patient ˹enough˺ with me.
— Dr. Mustafa Khattab, The Clear Quran
https://quran.com/18/67
The Cave (18:68)
وَكَيْفَ تَصْبِرُ عَلَىٰ مَا لَمْ تُحِطْ بِهِۦ خُبْرًۭا٦٨
And how can you be patient with what is beyond your ˹realm of˺ knowledge?”
— Dr. Mustafa Khattab, The Clear Quran
https://quran.com/18/68
প্রথমে বলেছেন, তুমি আমার সাথে সবর করতে পারবে না। ধৈর্য ধরতে পারবে না।
ধৈর্য কেন ধরতে পারবে না? এর কারণটাও বলেছেন সামনে কি হতে যাচ্ছে তা তিনি জানেন না। সম্পূর্ণ অজানা। আর কোন বিষয়ে সন্দেহ থাকলে বা অজানা থাকলে এটা নিয়ে দীর্ঘক্ষণ কাজ করা বা ভাবাটা অনেক কঠিন একটা কাজ। এবং অনেক সময় বাদ দিয়ে দিতে হয়।
যেমন, যদি আমরা কোন একটা বই পড়ি। বা ভিডিও দেখি যেখানে আমরা এর মানে কিছুই বুঝতে পারছি না। এটাকে সাথে রেখে দিবো। কারণ এটা সম্পর্কে জানিনা।
আমাদের জীবনটাও ঠিক এরকম। গাড়ি চালাতে গিয়ে রাস্তায় ঘোলাটে দেখলে অবশ্যই গাড়ি আস্তে চালাতে হবে আর না হয় এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এরকম যদি আমার জীবনের গন্তব্য জানবো না। তখন সামনের কি কি হতে পারে, জার্নিতে হবে অনেক কিছুই সেগুলো যদি না জানা থাকে তো জীবনের এ জার্নিতে ও খেই হারা হয়ে যাবো আমরা। হয়ে যাবো ধৈর্য হারা।