27.05.25

আজকে স্কুলে কোন কাজ ছিলো না তাই গোল্ডের ভিডিও দেখলাম পুরো সময়। স্কুল থেকে এসে খেয়ে দেয়ে একটু রেস্ট নিলাম। পরে কাজে বসলাম আজকে এভাটারের কাজ করেছি‌। বাট অর্ধেক হয়েছে। আর মাঝখানে এক ঘন্টা সময় আপনার সাথে কথা বলেছি। 

কালকে কি এভাটারসহ সবকিছু কমপ্লিট হবে? মনে হয় হবে না।

রোকনের সাথে ইদানিং কথা‌ একেবারে কম হয়। বলা যায় হয়েই না। ও ওর বিজনেস নিয়ে ব্যাস্ত আমি আমার বিজনেস নিয়ে ব্যাস্ত। মনে হচ্ছে দিন দিন দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে‌।


Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু