25/05/2025
আজকে একটা নিশের অর্ধেক রিসার্চ করলাম। অলহামদুলিল্লাহ।
এই জায়গাটায় আমার অনেক ভয় কাজ করতো গত 2 দিন ধরে অবশ্য একটু কনফিডেন্ট ফিল করছি। জাকিরকে সাথে নিয়ে কাজ আরম্ব করেছি। জানি না সে আমার সাথে কতদূর যেতে পারবে। তবে তাকে আমার কাছে মনেহচ্ছে তাকে আমি ইন্সপায়ার করতে পারছি না। এটা আমার ব্যর্থতা। তাকে বারুদ হলে এটলিস্ট তকে তো এর কাছাকাছি বানাতে হবে। নিয়ে যেতে হবে। আমার কথা কাজ দেখে যেন সে আগুন হয়ে যায়।
আর এখন বের হলেই কি যেন একটা গুনগুনানি চলে নিজের মনে। কেন জানি না। এটা কি আপনি নাকি? হতে পারে।
আর আজকে একটা বই পড়ে এক্সপার্ট সিক্রেট। মেন আমাকে একটা মেস মুভমেন্ট ক্রিয়েট করতে হবে। এটা নিজের সাথে নিজে বলেছি। সারাদিন।