২৯.০৪.২৫


 


সারাদিন কি করলাম?

ফজর কাজা হয়েছে। রাফানের সাথে কথা হয়েছে। মিসের সাথে কথা হয়েছে।

টিউশনিতে গিয়েছি।

❓মেজর কি কিছু করেছি যা আমার গোলের সাথে রিলেটেড? 

✅মেজর কোন কাজই করি নি যা আমার গোলের সাথে রিলেটেড। তবে যাই করেছি তাই মাইনর ছিলো? তাহলে মাইনর কাজ কি কি ছিলো যা করা ঠিক হয়নি আজকে এগুলো বাদ দেওয়া যায়? আর মেজর কাজ কি কি ছিলো যা আজ করতে পারি। 

মাইনর, 

  • অহেতুক কথাবার্তা।
  • অপ্রয়োজনীয় ফোন কল ম্যাসেজ।
  • অপ্রয়োজনীয় স্ক্রলিং। 
  • শুধু শুধু চিন্তা করে সময় নষ্ট করা।
  • গড়িমসি করা। 



মেজর,

  • প্রোডাক্টিভ থাকা
  • মাইন্ডস্যাট ঠিক রাখা।
  • ভিডিও দেখে কনফিডেন্স বাড়ানো।
  •  সিরিয়াস একশন প্ল্যান এবং একশন ডেডলাইন। 
  • একশনে যাওয়া‌।
  • মাইন্ড টাকে একদিকে ফোকাস রাখা।
  • প্ল্যান রেডি করা। বিজনেস প্ল্যান, রিসার্চ, ডেমো প্ল্যান করে করে বিষয়টাকে বোঝা। 
  • নিজের ডেভেলপমেন্টে কাজ করা। 
  • টাইম টু টাইম সত্যিকারের নামাজ পরা।
  • কুরান তিলাওয়াত।
  • ল্যাজিনেস দূর করা। 
  • এক কথায় প্রোডাক্টিভ থাকা। 
  • আমার মাইন্ড চেঞ্জ করে দেয় এমন মানুষ বা এমন যে কোন কিছুথেকেই নিজেকে দূরে রাখা

❓আচ্ছা কেন এমন হচ্ছে?
✅ আমার আগের সেই শেখার মানসিকতা, তাড়না, প্রেরণা, কোন কিছু পাওয়ার তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো পাচ্ছি না। গতানুগতিক হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি। আমি কি সেই গতানুগতিক ৯৯% মানুষের দলে পরে থাকতে চাই? নাকি ১% অসাধারণ বা লিডার মানুষদের কাতারে থাকতে চাই? 

❓কেন এমনটা হয়েছে? বা হচ্ছে?
  • কম্ফোর্ডজোনে  আছি আমি।
  • আমার গোল আমাকে পুশ করতে পারছে না। কেন পারছে না? তার মানে এটা কোন গোলই না। 
  • সারাউন্ডিং ইস্যু

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু