30.04.24

 

আজ সারাদিন আমি কি করলাম। এমন কাজ কি করেছি যা আমার গোলের সাথে যায়। বা রিলেটেড। 
না। 
তাহলে কেন করি  নাই। 
স্কুল, টিউশনি, আজাইরা কথ বলা। মেসেজিং করা। নামাজে ডিলামি করা। ফজর ক্বাজা, জোহর অটআমে একা একা আদায় করেছি। আসর মসজিদে একরাকাতেও পাইনাই। মাগরিব মসজিদে। ইশা মসজিদে রাত 10:30 এ। 
কোন পারিকল্পনাই ছিলো না। তার মানে পুরো দিনটা একটা ব্যর্থ দিন গিয়েছে। এভাবে পুরো সপ্তাহটাই যাচ্ছে। তারপর মাস। তারপরে বছর। তারপরে জীবন। আর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সাধারণ জীবনের এ সাফারিং করেই যেতে হবে। 
কেন হচ্ছে এমনটা? কোন জায়গায় কাজ করতে হবে আমাকে? সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি। এবং কি কি সমস্য হচ্ছে তাও বুঝতে পারছি। বাট কেন হচ্ছে  এই সমস্যা? এই কেনটা না জানার করানে আমার সমাধানটাও বের করতে পারিছি না। আমার কি একশন নেওয়া দরকার এখন? 

স্কুল টাইমের পরে   টউশনি  জার্নি করতে হয়। সব মিলিয়ে কিছুটা টায়ার্ড লাগে। 
আচ্ছ তখন 20/30 মিনিটর রেস্ট নিয়ে আবার কি কাজ শুরু করেন? না তো কেন? ফেইসবুকিং করি। পরে খাওয়া দাওয়া করে শুয়ে পরি। এভাবেই চলছে আমার জীবন। 

তারমানে  এখন এর সামাধান কি?
আমার মাইনর কাজটা ভাগ করতে হবে। শত ব্যস্ততায় থাকলেও সেই মাইনর কাজটা কমপ্লিটা করেই বিছানায় যেতে হবে। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু