28.04.25
আজকে সারাদিন কি করলাম?
মোবাইল:
Facebook 1hr 38 min
Online Tech Academy 2hr 23 min, but it was not productive and active learning, just a normal journey.
Recently, I realized that I am not feeling my own fire of impulse; I think it has gone. Why am I not feeling this?
সারাদিন এমন কি কাজ কিরেছি যা আমার নিজের ভাবিষ্যত পরিকপ্লনার সাথে সম্পর্কিত?
2 ঘণ্টা 23 মিনিট কোর্স দেখেছি । তবে এটা এক্টিভলি দেখা হয়নি। নরমালি যেমন অন্য দশজন করে থাকে।
❓আর বাকি সময়টা কি করেছেন?
✅ফেসবুকিং, রান্না বান্না খাওয়া, বাজার, ঘুম, স্ক্রলিং, টউশনি, স্কুল, ফাউ কাজে সময় নষ্ট, প্রডাক্টিভ না, নিজেকে নিয়ে না ভাবা, এদিক সেদিক ফোনে কথা বলা, তারর নিজের মূল কাজে একমিনিটও এক্টিভ টাইম দেওয়া হয় নাই।
না।
তাহলে ফাউ এই বাজে স্বপ্ন দেখে কলা খাচ্ছেন কেন? ফালতু যত্তসব।
নিজেকেই হেল্প করতে পারে না। আবার অন্যকে হেল্প করতে আইছে। প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে আবার অনর্থক কাজে।
যখন যা করবো ঠিক সেই কাজটাই করবো 100% মনোযোগ দিয়ে। এটা ছোট থেকে ছোট বিষয় হোক। এটা অভ্যাসে পারণত করতে হবে। এবং যে কোন কাজ আগে প্ল্যানিং করে কাজ করতে হবে। লেজিনেস আস্টেপৃষ্টে জড়িয়ে আছে। সমস্ত বাজে চিন্তা বাদ। তিনমাসের জন্য নিজেকে লুকিয়ে ফেলবো এক গর্তে।
এখন আমার মেইন ফোকাস হচ্ছে কীভাবে একশন নেওয়া যায়। আমার বিজনেসের প্ল্যান করা যায়। 24 ঘণ্টার কাজ এটাই। আর বাকি যত কাজাগুলো আছে সবাগুলো এর ফাকে ফাকে করতে হবে। তবে 1ম প্রায়রিটি হচ্ছে বিজনেস, বিজনেস, বিজনেস। এর একটা কমপ্লিট রোডম্যাপ তৈরি করা। এটা নিয়েই খেলা ধুলা হবে 24 ঘণ্টা। আর বাকি যা কাজ আছে সবই আমার বিজনেসের গোলের পথে যাওয়ার জন্য সহায়ক। তাই বিজনেসের ফাকে এগুলো করতে হবে। এমন না যে এগুলোর ফাকে বিজনেস করবো। বাট বিজনেসেরে ফাকে বাকি সব কাজ করবো।
আজকের সকালটা শুুরু হয়েছে ফেইলার দিয়ে। কারণ যে টাইমে ওঠার কথা সে টাইমে আমি উঠি নাই। যে কাজগুলো করার কথা সেগুলো করি নাই। কি কি কাজ করা দরকার সে গুলো ফলো করি নাই। বলা যায় আজকের দিনটা একটা ব্যর্থ দিন। এখন কালকের দিনটাও কি ব্যর্থতা দিয়ে শুরু হবে? এভাবে পুরো জীবন পার হয়ে যাবে আর কোন কাজ করা হবে না। বাটা শুধু ভাবতে ভাবতেই জীবন ফুরিয়ে যাবে। অতএব আমাকে আমার আগামীকালটাকে সাজাতে হবে এখনি।