রাফান

প্রিয় বাবা রাফান! গত শুক্রবার (১৭.০১.২০২৫)তুমি হিফজ সবক নিয়েছো। শুনেছি আজকে। খুব আনন্দ লাগছিলো তখন। হৃদয় ভরে দোয়া করেছি তোমার জন্য বাবা রাফান। জানি সবার আগে খবরটা আমাকে জানাতে তুমি। হয়তো তুমি আমার কথা বলেছো। আমি শুনেছি বাবা রাফান। কিন্তু কাটা তারের বেড়া যে আমি দিয়ে দিয়েছি বাবা। 

মাফ করে দিও আমাকে রাফান। তুমি একটা গিফট আমার কাছে পাবে। জানিনা আদৌ পাঠাতে পারব কি না কোন দিন। তবে তোমার এই উপহারটা রেখে দিলাম হৃদয়ে চাপা দিয়ে, দোয়ার কাইফিয়্যাতে। 

জানিনা তোমাকে কোন উপকার আমি করতে পেরেছি কিনা। তবে তোমার সুন্দর ভবিষ্যতের আলোটুকু গ্রহণ করার জন্য যতটুকু ভিত্তি গড়ে দেওয়া দরকার আমি ট্রাই করেছিলাম। কতটুকু পেরেছি আমি জানিনা। সুযোগ হলে কখনো তোমার আম্মুকে জিজ্ঞেস কইরো। 

তুমি বড় হলে গিফটা আমি পাঠাবো ইনশাআল্লাহ। বড় হও তুমি বাবা অনেক বড় সে দোয়াই করি তোমার জন্য। 

০৪:২০ am

২০.০১.২৫

-----------------------------

---------

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু