الرؤيا
হাদিসের ভষ্যমতে স্বপ্ন তিন প্রকার হয়।
এক: সত্য স্বপ্ন
দুই: যা আমাদের মনের চিন্তা।
তিন: শাইতানের পক্ষ হতে দুশ্চিন্তায় ফেলার স্বপ্ন।
মনে হচ্ছে আপনি বাজে চিন্তায় আছেন বা দুশ্চিন্তায় আছেন।
প্রথমত সবদুশ্চিন্তা ছেড়ে দিতে হবে।
দ্বীতিয়ত শোওয়ার আগে অজু করে দোয়া, আয়াতুল কুরসি পড়ে শুবেন।
এর পরেও স্বপ্ন দেখলে হাদিসে এর যে সমাধান আছে। এর মোটামুটি 5 টা সমাধান আছে।
আউযুবিল্লাহ বলবেন ।
বাম দিকে তিন বার থুথু দিবেন।
কাউকে বলার দরাকর নাই
পার্শপরিবর্তন করবেন।
সদাকা আসলে এর সমাধান হাদিসে নেই। মূলতো এই কয়টা সমাধানই দেওয়া হয়েছে।