রাফানের আম্মুর কিছু কথা।
মেজর কিছু পয়েন্ট:
- আমি আর আগরে মতো ভালোবাসি না তাকে । আগে 100% আর এখন 10%। (স্ত্রীর কথা)
- ফ্রেন্ডস সার্কেল আর বাহিরের বিষয়গুলোই তার কাছে প্রায়রিটি পায় ফ্যামেলির তূলনায়। (স্ত্রীর কথা) আমার কথা: তার মানে আপনি সেই আপনি নাই যে আপনিতে ভাইয়া শুরুর দিকের আনন্দ খুজে পেত। আপনার কাছ থেকে সেই আচরণগুলোই আশা করে যা শুরুতে আপনি করেছেন। আর আপনি কি তার কাছ সে আচরণগুলোই পাচ্ছেন যা আপনি শুরুতে পেয়েছেন। নাকি পরিবর্তন হয়েছে। যদি মনে হয় পরিবর্তন হয়েছে তাহলে কেন? আপনার কারণে না ভাইয়ার করণে? যদি আপনার কারণে হয় তাহলে আপনার কী কী পরিবর্তন করা দরকার। সেগুলো একটা তালিকা করেন। সপ্তাহিক ও মাসিক একটা প্ল্যান করেন। কারণ দেখেন বাহিরের জগৎটা এত লোভনীয় যেখানে আল্লাহ ওয়ালা দ্বীনদারদের জন্যও মহা কষ্ট হয়ে যায়। আর যাদের দ্বীনের বুঝ কম। তাদের অবস্থা কি বলেন। বাহির জগৎ প্রায় উলঙ্গ হয়ে ডাকছে সবাইকে। সেখানে বেশ কিছু পদক্ষেপ আপনাদের নিতে হবে।
- আপনাকে সেই আপনি হতে হবে যা ভাইয়া চায়।
- ধৈর্য ধরতে হবে।
- আশা হারানো যাবে না।
- দোয়া করতে হবে।
- এভাবে চলতে থাকলে হয়তো ভাইয়া বড় কোন ডিসিশন নিয়ে নিবেন যা আপনার মানতে চরম লেভেলের কষ্ট হবে। কিন্তু তখন আপনার আর কিছু করার থাকবে না।
- আপনার চাইলে আমি ভাইয়াকে নিয়ে একটা সেশন দিতে পারি। এট যে কোন রেস্টরেন্টে। এটা সময় নিয়ে করতে হবে। এখানে দীর্ঘ বিষয় আছ। আলোচনারও বেশ কিছু বিষয় এখানে আছে। আপনাদের ডিসকাশেনের কিছু বিষয় আছে।
- তুমি আগের মতো আর নেই। তুমি সেই আগের তুমি হতে পারো না। তোমার মধ্যে সেই আগের ফিলিংস আর পাচ্ছি না। (স্বামীর কথা।)
- সম্পর্কে বদল (বাবা মাা হওয়া।)
সন্তানের মা-বাবা হয়ে যাওয়ার পর অনেক সময়ই স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে বদল আসে। ফলে দুজনের মধ্যের স্বাভাবিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এই সময় মানুষ এমন একজনকে চায়, যাকে বন্ধুর মতো পাশে পাওয়া যাবে। ফলে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকে। - সম্পর্কে রোমান্টিকতার অভাবস্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যে রোমান্টিক সম্পর্ক না থাকলে দাম্পত্য সুখের করা মুশকিল। স্বামী বা স্ত্রীর কাছ থেকে যখন সঙ্গী রোমান্টিক কোনো ভাইব না পায় তখন সে তার চাওয়াগুলো মেটাতে অন্যত্র তা খোঁজেন।
- প্রতিশোধের নেশায়এটি সবচেয়ে বিপজ্জনক ধরন। এ ধরনের ব্যক্তিরা তৃতীয় ব্যক্তির কাছে প্রমাণ করতে চায় যে তারা অন্যদের দ্বারা কাঙ্ক্ষিত। (এমন কোন ঝগড়া বা বাদানোবাদ হয়কি আপনাদের মাঝে যার মাধ্যমে একজন আরেকজনের কাছে প্রমান করতে চান যে, তুমি আমাকে মূল্যায়ন না করলেও আরেকজন আমার প্রতিক্ষায়। বা আমি তার শতকাঙ্ক্ষত একজন।)
- বিবাহিত জীবনে অমিল:
- Psychological,
- Social,
- Spiritual weaknesses.
- আপনার বেঁচে থাকার মানে বা অর্থ কি?
- আর কেনই বা আপনি বেঁচে আছেন?
- আপনার জীবনের গন্তব্য কি?
- আজ সকালে আপনি কেন উঠেছেন ঘুম থেকে? এমন কোন কারণ কি আপনার আছে যা আপানাকে ঘুম থেকে টেনে তুলেছে।
- আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে?
- বিবাহ করার কারণ কি? কেন বিবাহ করেছেন?
- বিবাহ থেকে আপনার প্রত্যাশা কি কি? আর তা কি আপনি পাচ্ছেন? যদি না পান কেন পাচ্ছেন না? সমস্যাটা কি আপনার না অন্য কারো?
Primary Reasons for Cheating
With or without individual or marital risk factors there are a number of possible reasons for marital infidelity. Underlying many of the reasons, however, lie a few threads. One is the role of unmet needs.
One partner may be incapable of fulfilling their partner's needs, but far too often, those needs have not been expressed. Marital partners are not mind-readers. Another is the lack of addressing problems directly.
Running away from problems (conflict avoidance) rather than staying and addressing them is another crucial element in communication and commitment in long-term relationships.
Some of the reasons cited as the cause for cheating may include:
- Unhappiness/Dissatisfaction: Dissatisfaction with the relationship either emotionally or sexually is common. Long-term partnerships take work, and without mutual nurturing couples may grow apart. A sexless relationship is often claimed as a reason for both men and women.
- Feeling unappreciated: Feeling undervalued or neglected can lead to infidelity. When both partners work, women often carry the brunt of the housework and childcare. In this case, the affair validates the person's sense of worth. On the flip side, however, feeling neglected may be related to unrealistic expectations of a partner rather than true neglect.
- Lack of commitment: Everything else aside, a 2018 study found that people who are less committed to their relationship are more likely to cheat.5
- Boredom: Men and women looking for the thrill of the chase and the excitement of newfound love may be more likely to cheat. Rather than trying to find a substitute for their partner, some claim their fling is a way to spice up their marriage. Falling out of love is frequently cited as a reason for cheating This may involve a lack of understanding of how love matures in long-term relationships or marriage.
- Body image/aging: Illustrated frequently by stories of middle-aged men having an affair with women the age of their daughters, cheating may sometimes be a way for a man (or woman) to prove that they still "have it." Hand in hand with these thoughts, a spouse may cast blame for their own indiscretions by claiming that their spouse has "let himself/herself go."
- Revenge: If one partner has had an affair or has damaged the partner in some way, the offended partner may feel a need for revenge resulting in an affair.
Secondary Reasons for Cheating
In addition to the primary reasons for cheating noted above, there are secondary reasons that may lead to an affair. Some of these include:
- Internet: Having an affair, especially an emotional affair, is much easier than in the past, and social media sites have been implicated in many affairs and divorces. Internet infidelity or "online cheating" is still cheating, even if the two people never met face to face.
- Opportunity: Periods of absence, whether traveling for work or serving in the military provide greater opportunities for affairs to occur. Absence allows a spouse to have an affair with little risk of being discovered or may lead to loneliness and resentment. While a long-distance relationship is not ideal, there are ways to keep your relationship strong when apart.
- Poor boundaries: Poor personal boundaries, or the limits we place on other people as to what we find acceptable or unacceptable, can also increase the chance that an affair will occur. People who find it hard to say no (being overly compliant or "people pleasers") may find themselves in an affair even if it wasn't what they desired in the first place.