বই পড়া, ৭.১১.২৪
দু'টি বই পড়ার চ্যালেঞ্জ নিয়েছি এই মাসে। একটা উপন্যাস, হুমায়ূন আহমেদের হিমু- পেইজ সংখ্যা ১১৭১,
আরেকটি ইসলামী ইতিহাস ও ঐতিহ্য, আলী মায়ার "মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কী ক্ষতি হলো।" যেভাবেই হোক বই দুটি শেষ আমাকে করতেই হবে। কামা হাক্কাহু।
পড়া শুরুর আজ দ্বীতিয় দিন।