রাফানের আম্মুকে ক্ষুদে বার্তা
শুকরিয়া, ভালো থাকবেন আপনারা সবাই। রাফানের জন্য সবসময় দোয়া রইলো।
আমাকে রাফানের আপডেট জানাবেন।
ওর মেন্টালি যা যা গাইড লাগে আমি করবো। এটা আমার জায়গা থেকে আমি করবো। রাইট ওয়ে তে আগানোর জন্য যা যা দরকার আমি করবো।
মেন্টালি বল্লাম এজন্য যে, আমার কাছে মনে হয় মানুষের বাহিরে কিছুই নাই। সবই অভ্যন্তরীণ। মানে মেন্টাল।
বডিটা আমাদের বাক্স, বাকি সব ভিতরেই থাকে। এজন্য ভিতর থেকে মানুষ হতে হলে সেই গাইডটাই প্রয়োজন।
আর কোন জরুরী বিষয় বলার থাকলে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমাকে বলবেন। যদি ভালো ও কল্যাণকামী মনে করেন।(এতে আমি খুশি হবো)
আমিও আপনার কাছ থেকে জীবনের ছোট ছোট অনেক বিষয় শিখেছি। না, ছোট না। যা আসলে আমাদের জীবনে বড় রুল প্লে করে। এজন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া।
মাঝে মাঝে হয়তো কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করবো- যা আপনাদের জন্য ভালো ও কল্যাণের।
আপনাকে চার মাসের আগে কোন নক হয়তো আমি দিতে পারবো না। বা দিবো না। তবে আমার কোন প্রয়োজন হলে দিবো। আপনার কোন প্রয়োজন হলে বিনা দ্বিধায় নক করবেন।
ভালো থাকবেন।
শুকরিয়া
আবার শুকরিয়া।
অনেক কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।