জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)
রাফান। ছোট্ট ছেলে। পড়া লেখায় বেশ মনোযোগ আছে। এবং তাদের ফ্যমেলিটাও বেশ ভালো। সে আমার জীবনের ফার্স্ট হোম স্টুডেন্ট। আমি ব্যক্তিগতভাবে কখনোই টিউশনি পছন্দ করিনি। আমি মনে করতাম একটা মানুষ কেন অন্য হাজার হাজার কাজ থাকতে এই টিউশনিটাকে বেছে নেয়। আমার নিজের আত্মমর্যাদায় লাগতো। এদিকে বাসা ভাড়া মাসের খাবার খরচ। কোনো ইনকাম সোর্স না থাকায় এই খরচ গুলো বহন করাটা কষ্ট হয়ে যাচ্ছিল। বাড়িতে টাকা না দিলেও অন্তত নিজের খরচটা নিজে চালাতে হবে। জীবনের তাগিদে একটা পুরনো সাইকেল কিনি। এর আগে ফুডপাণ্ডার সমস্ত কার্যক্রম গুলো সেরে ফেলি। কারণ ফুড পান্ডায় কাজ করতে হলে ওদের নিজস্ব কোম্পানিদের একটা ক্রাইটেরিয়া আছে, কিছু রুলস আছে সেগুলো মেনে, আইডি খুলে কাজ করতে হয়। বেশ কিছু দিন কাজ করার পর কেমন যেন পোষাচ্ছিলনা। পরিশেষে রোকনের মাধ্যমে একটা টিউশনি মেনেজ হয়। এটাই ছিলো আমার জীবনের ফার্স্ট টিউশনি। 05/feb/2023 05/Feb/2023 05/Feb/2023 12/02/2024 গল্পের একটি বই পড়ে শুনাচ্ছিলাম তাকে। এক পর্যায়ে আমার গায়ে হেলান দিয়ে গল্প শুনতে লাগলো। বড় হও বাবা অনেক বড় হও। ...