আমার অনুভূতি


 গতকাল, রাত তখন দশটা বা সারে দশটা হবে আনুমানিক। এগারোটাও হতে পারে। নিশ্চিত না। একটা খবর শুনে আত্মাটা ছ্যাঁত্ করে উঠল, একটু মোচড় দিয়ে উঠল ভিতরে; ক্ষণিকের জন্য শ্বাস একটু তাড়াতাড়িই ওঠানামা করতে শুরু করলো। ভয় ভয় কাজ করছিলো- না জানি কী হয়ে গেল কে জানে। অজানা কিছু প্রশ্নের জেরায় আটকা পরে গেলাম কিছু সময়ের জন্য। 

দেশের সংস্কার চলছে। সবজায়গায় পরিবর্তনের হাওয়া বইছে। পরিবর্তনের ছোঁয়া লাগছে সবকিছুতেই। দীর্ঘ দেরযুগ একটা স্বৈর শাসনের ছত্র ছায়ায় বেড়ে ওঠা গাছ ও তাদের শেকড় এত সহজে মূলোতপাটন করা এত সহজ হবে না। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র হয়ে পড়েছে বিতির্কিত, কলঙ্কিত, কুলশিত, কর্দমাক্ত। এক কথায় বলতে গেলে- পচা পূতিময় নর্দমায় পরিণত হয়েছে। পচা ভাদ্র পরিস্থিতি। জীবিত পচা মানুষের গন্ধ আসছে চারদিক থেকে। 

এরকম পরিস্থিতিতে ইলমি কাননের একটি ফুল হয়ে সুবাস ছড়ানো সকালের কাছে সমাদৃত ফুলটিকে িএখানে টেনে আনা হলো। এখনো কতটুন নিশ্চিত আমি জানি না। তবে দেশের সুনামধন্য সকল পত্রিকার হেডলইন নিশ্চিতের আভাসই দিচ্ছে। 

সব সুখের সংবাদ আসলে সুখের হয়না। কখনো এর ভীতরে ঝাপটি মেরে থাকা অস্পষ্ট এক ভয় তারা করে। হয়তো সাদা চোখে ধরা পরে না সবার কাছে। নীরবে উম্মাহর জন্য কাজ করে এই ইলমি সাধক পুরুষটিকে এখানে বসানোর দিনষেশ এর ফলাফল কেমন মিষ্টি হবে এটা আল্লাহই ভালো জানে।   

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু