দোকানে আমার জামা:
১৩/০৮/২০২৪
6:19 pm
আমার জামা দোকানে:
দোকানে আমার জামা:
দীর্ঘদিন ধরে দুটি পাঞ্জাবিই আমার। এক সপ্তাহে ধুয়ে পালাবদল করেই পরতে হয়। কখনো রাতে ধুয়ে সকালে আইরন দিয়ে পরতে হয়। তারপরেও খারাপ লাগেনা ভালোই লাগে। তখন মনে পড়ে আমাদের প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা। তাঁর জীবনটা দুঃখ কষ্ট আর জঞ্জাল মুক্ত ছিলো না। তাহলে আমি কে?
গত রমজানের ঈদের কথা। রাফানদের বাসা থেকে একটা কাপড় হাদিয়া দিয়েছে। কাপড়টা ভালোই ছিলো। তখন আর বানানো হয়নি। বাড়িতে যাওয়ার সময় দোলা ভাইকে দিয়ে যাই কাপড়টা। দোলাভাই পাঞ্জাবি পরেন। তবে সবসময় না।
পরে আর বানায়নি দোলা ভাই। ঘুরে ফিরে আবার আমার হাতেই আসে কাপড়টি। বানাবো কিভাবে শেলাইয়ের টাকা যে হাতে নেই। গত কিছুদিন আগে লেবাসে মাপঝুপ দিয়ে কাপড়টা দিয়ে আসি। দেওয়ার তারিখ দেয় ১১/০৮/২০২৪। কিন্তু আমি যেতে পারিনি। যেতে পারিনি বিষয়টা আসলে মোটেও এরকম না। মূল তো আমার কাছে সেলাইয়ের টাকা ছিলনা। দ্বীতিয়ত ভাড়া ছিলনা। এখনো আছে তা না। এখনো নেই। নেই মানে নেই।
এ মাসে পাঞ্জাবিটা আনতে পারবো বলে মনে হয় না। কারণ টাকা আসর কোন সোর্স নেই। যা আসবে আগামী মাসে 12 তারিখের পরে।