ক্ষুধার্ত দিনাতিপাত

 




খাওয়া হয়েছিল গতকাল দুপুরে ও রাতে ডিম ভুনা দিয়ে। সকালে ক্লাস সাথে আট টায়। উঠে এক গ্লাস পানি খেয়ে বসলাম ক্লাসে। টিফিন টাইমে আসে বাট আমাদের খাওয়ার কিছু থাকে না। পকেটে টাকা নেই সেই কবে থেকে। টিউশনি করে একটা যা পেতাম সেটা তো রেখে এসেছি লালমাটিয়াতে। এ মাসে আর কোন টিউশনি নেই। তাই পটেও খালি। চলছিল লোকজনের উপর ভর করে। কারো কাছে টাকা চাইবো এই সুযোগটাও নেই। 
গত পরশু চাল কেনা হয় তিন কেজি। আগতটালই শেষ হয়ে যায়। কিন্তু কি করবো খেতে তো হবে না খেয়ে আর কতদিন থাকা যায়। 

রোকন টিঊশনিতে যায় সেখানে হয়ত হালকা পাতলা নাস্তা খেয়ে আসে। কিইন্তু আমার কোন উপায়ান্তর থাকে না কি খাবো। একদিন তো সারা দিন না খেয়ে রাতে আরেকজনের মুড়ি পার্টিতে জয়েন হয়েছি।

আর ইদানিং একটু শারীরিক অন্যরকম অনুভব করছি। পেটের সমস্যা। না খেতে খেতে পেটে সমস্যা হয়ে গেল কি না বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে পেট ব্যথা করে। পেটটা চিন চিন করে ব্যথা করে। খুব অস্হ্য লাগে। করেই পায়খানা ধরে যায়

একদিন তো এরকম হয়ছে যে, বাধ্য হয়ে শুয়ে থাকতে হয়েছে। 
আজকে এই ডিম। আর ভাত একজনের হবেনা এতটুকু পরিমান চাল ছিলো। তো কি আর বাধ্য হয়েই রান্না বসালাম। ডিম ভুনা করলাম। যাক হাদিসে এসেছে
ولمسلم من حديث جابر طعام الواحد يكفي الاثنين وطعام الاثنين يكفي الأربعة وطعام الأربعة يكفي الثمانية .

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু