ঈদের পর ঢাকায়

 

ঈদের প্রায় এক মাস পর গতকাল ঢাকায় আসলাম। ঈদ হয়েছে জুন মাসের 17 তারিখ। ঢাকা থেকে গিয়েছি 12 তারিখ। লালমাটিয়ায় আর থাকা হবে না এরকম একটা কথা চলছিলো বেশ কিছুদিন আগে থেকেই। মিরপুর বাসাও দেখা হয়েছে।  আগস্ট মাস থেকে বাসায় উঠবো ইনশাআল্লাহ। 

কিন্তু কথা হলো।  আমি যে জায়গায় থাকি আমার  মান্থলি নির্ধারিত যে খরচ আছে তা আসবে কোথা থেকে? বাসা ভাড়া, খাবার দাবার, বিজনেসে ইনভেস্ট, বাড়িতে কিছু টাকা দেওয়া। ইত্যাদি। এগুলো আসবে কোথা থেকে? কোন সোর্স তো নেই। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু