রাফনদের প্রতি বিদায়ী চিঠি

 আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ। 

পহেলা নভেম্বর ২০২৩ থেকে আপনাদের সাথে আমার যাত্রা শুরু হয়। এটিই ছিল আমার জীবনের প্রথম হুম টিউশন। দীর্ঘ এই ৯ মাসের যাত্রায় আপনাদের সাথে একটি ভালো ও গভীর সম্পর্কই গড়ে উঠেছে বলবো। 

কারণ আপনাদের দায়িত্বশীলতা আপনাদের চিন্তা-চেতনা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আপনাদের জানা ও মানার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। 

একজন টিচার হিসেবে তাঁর কী দায়িত্ব সে বিষয়গুলো আমি ধারণ করি এবং অনুভব করি। শুধু দায়িত্ব আদায় করাটাই যথেষ্ট বলে মনে হয় না। যেমনটি আমরা জানতে পারি "একজন শিক্ষকের দৃষ্টিকোণ থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী" অধ্যয়নের মাধ্যমে।

কারণ শিক্ষকগনই একজন ছাত্রের রাহবার। ভবিষ্যত পথের দিশারী। অন্ধকারে আলো জ্বালিয়ে বিচরণের টর্চলাইট ও মশাল ধরাতে শেখান। যেন জ্ঞানের আলোয় সকল অন্ধকার দূর করে পৌঁছতে পারে  জীবনের শেষ গন্তব্যে।

একজন টিচার হিসেবে আপনাদের সাথে নয় মাসের সুদীর্ঘ এ যাত্রায় জানি না কতটুকু দায়িত্ব আদায় করতে পেরেছি। তবে আমি চেষ্টায় কমতি করিনি। তারপরেও মানুষ হিসেবে চলা-ফেরায়, কথা-বার্তায় ভুল-ভ্রান্তি হতেই পারে। আমার পক্ষ থেকে যদি কোন ভুল-ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের প্রতি আমার পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক সচেতন অভিভাবক‌। 

আপনাদের কলিজার টুকরো সন্তানদেরকে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতের জন্য কবুল করুক। এবং তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। পরিশষে আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। 

কিছু নাসিহা:

জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য যেন ভুলে না যাই।

সন্তানদের সবচেয়ে ভালো বন্ধু হওয়া। যেন তারা যে কোন সমস্যা ও বিপদে আপনাদেরকে আশ্রয়স্থল মনে করে। সবার আগে শাসন না করে তাদের কথা শোনা এবং সমস্যার সমাধান করা। তারপর স্নেহ ও ভালোবাসার সাথে শাসন করা।

শৈশব কাল থেকেই সন্তানদের মাঝে জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য গুলো গেঁথে দেয়া।

বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা।

কারণর: সূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে উঠে। সুতরাং তার বন্ধু নির্বাচনের সময় এ বিষয়ে খেয়াল রাখা উচিত, সে কাকে বন্ধু নির্বাচন করছে।(তিরমিযী, আহমাদ ও বায়হাক্বী)[1]


الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلْ

Prophet (ﷺ) saying, "Man follows his friend's religion, you should be careful who you take for friends"


Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু