বাস্তবতা
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বলবো এক ভয়ঙ্কর সময় যাচ্ছে। মিরপুর নতুন বাসায় গত পরশু নতুন উঠলাম। এই যে একজনকে পড়াতাম সেখান থেকে পেলাম বেতন। সেটা সাথে নিয়েই যাত্রা শুরু করলাম। কারণ এর আগে কোন টাকা হাতে ছিলো না। রোকন ও এন্ট্রি পকেট। আমিও তেমন ছিলাম।
তাই বেতন পাওয়ার সাথে সাথেই মিরপুরে শিফট হতে রেডি হলাম। সবকিছু গুছানো ছিলো না। মাগরিবের পর অল্প গুছিয়ে যে গুলো আনা যায় সে গুলো নিয়ে রওয়ানা হলাম সিএনজি দিয়ে। নতুন বাসায় উঠতে কি কি যে লাগে নতুন কত কিছু যে কিনতে হয় এর পূর্বাভিজ্ঞতা ছিলোনা।
আর তা ছাড়া এই মুহূর্তে তো কোন টাকা পয়সা নেই। আবহাওয়া ও গরম। এ