দুপুরের খাবার (আমার বর্তমান অবস্থা)



প্রথমত আমার সমস্যা: 
  • ইমির বিয়ে সেখানে বেস মোটা অংকের একটা টাকা প্রয়োজন।
  • আমার নিজের খরচ মেটানোর টাকা বাসা ভাড়া, খাবার দাবার, পোশাক, 
  • আব্ব আম্মা অসুস্থ
  • ইমির বিয়ের টাকা মেনেজ করার মতো কোনো পন্থা এখনো বের করা যায় নি। আবার অনেক মানুষ আসবে প্রায় একশো। এটা শুনে আব্বা আম্মার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। টানের ক্ষেতটা অনেক জায়গায় বন্ধক দেওয়ার ট্রাই করছে আব্বা। অনেক দৌড় ঝাঁপ ও করছে। এ দিকে আমি সব কিছু বিবেচনা করে আবেদন করলাম এভেরোজে। চাকরিটা প্রায় হয়ে যায় যায়‌। এটা হলে অনেকটা সহজ হতো। কিছু টাকা ধার করার সাহস করা যেত। কিন্তু এখন এক টাকাও ধার করার সাহস হচ্ছে না। কিন্তু পরে দিবো কোথা থেকে। 
কিন্তু আমার আগে থেকেই আল্লাহর কাছে চাওয়া ছিল যদি তাতে কল্যাণ থাকে তাহলে আমাকে জয়েন করিও। আর যদি কল্যাণ না থাকে এর চেয়ে ভালো বিকল্প ব্যবস্থা করে দিও। আমি কখনো চাই নি যে আল্লহ চাকরিটা আমাকে দিয়ে দিও। 
যদি না হয় তাহলে বুঝতে হবে যে এটাতেই আল্লাহ তা্য়ালা কল্যাণ রেখেছেন। 
কারণ তখন আমার একটা আয়াত মনে পরে। 
وَعَسَىٰۤ أَن تَكۡرَهُوا۟ شَیۡـࣰٔا وَهُوَ خَیۡرࣱ لَّكُمۡۖ وَعَسَىٰۤ أَن تُحِبُّوا۟ شَیۡـࣰٔا وَهُوَ شَرࣱّ لَّكُمۡۚ وَٱللَّهُ یَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ﴾ [البقرة ٢١٦]

وَلَنَبۡلُوَنَّكُم بِشَیۡءࣲ مِّنَ ٱلۡخَوۡفِ وَٱلۡجُوعِ وَنَقۡصࣲ مِّنَ ٱلۡأَمۡوَ ٰ⁠لِ وَٱلۡأَنفُسِ وَٱلثَّمَرَ ٰ⁠تِۗ وَبَشِّرِ ٱلصَّـٰبِرِینَ﴾ [البقرة ١٥٥]

হয়ত কিছু বিষয় আমাদের কাছে ভালো লাগে কখনো আমরা ভালোবেসে ফেলি আর তখন মনে করি এটা আমার জন্য পারফেক্ট, এটা আমার করা উচিত। বাট এটা আমার জন্য পারফেক্ট নাও হতে পারে বা কল্যাণকর নাও হতে পারে।

আবার আল্লাহ সুবহানাতায়ালার পরীক্ষা কে আমরা ফিল করি না। মনে করি এটা মনে আমার সাথেই হয়েছে। 

ঠিক এই পরীক্ষার মূহুর্তগুলোতে আমি এমন একটা জায়াগা খুঁজছিলাম যেখানে আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আর আমার সকল সমস্যার কথা শুধু আমার রবকেই বলবো। ধরাবাহিকভাবে নিজেকে ঝালাই করবো। রাসুলের রুটিনগুলো নিজের মধ্যে এপ্লাই করবো। 

আজ দুপুর। নামাজ পড়ে এলাম কিন্তু কি খাবো কিছুই নেই খাঁবার মতো। গতয়কালকের রান্না করা গোস্তের একটু ঝুলে আছে। কিন্তু কোন চাল নেই। আবার হাতে টাকা নেই। আছে মাত্র ৬০ টাকা। যা বেতন পাই একটা টিউশনি থেকে তা ১০ তারিখের আগেই শেষ হয়ে যায়। 

নিজে না খেয়ে হাজার কষ্ট সহ্য করতে পারি এবং যাবো তাতে কোন সমস্যা নেই। বাট আব্বা আম্মার এই কষ্টগুলো সহ্য করা আমার পক্ষে সম্ভব না আল্লাহ।!

আম্মার সাথে কথা খুব বেশি একটা লম্বা করতে পারি না। কারণ কি বলবো? আমার জানা থাকে না। কারণ বর্তমানে যে সিচুয়েশনে আছে তা সত্যিকার এক ভয়ানক পরিস্থিতি। এদিকে আমি আবার কোন সাপোর্ট করতে পারছি না। কথা বলতে গিয়ে কি বলবো কোন কিছুই বুঝে উঠতে পারি না। 








 বেতন ৫ হাজার। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু