বাবা মা

আব্বা আম্মা আমাদেরকে কখনো কষ্ট কি জিনিস দেখতে দেন নি। নিজেরা খেয়ে না খেয়ে আমাদের মুখের হাসি টুকুই তাদের সবচেয়ে বড় পাওয়া ছিলো। তাদের সাধ্য মতো সর্বোচ্চ জিনিসটুকুই দেওয়ার চেষ্টা করেছেন।  আমি যে সময় থেকে কিছু কিছু বুঝি সে সময় থেকে কখনো  আব্বাকে দেখিনি ইচ্ছা করে ঈদের সময় নিজরে জন্য কোন পাঞ্জাবি বানিয়েছেন। কোন জুতা কিনেছেন? 

একটা ঘটনা মনে পড়লো, বাটা জুতা, এর সুনাম ও কোওয়ালিটি সম্পর্কে সবাই জানে। আমার ছোট দুজোড়া বাটা চামড়া জুতা ছিলো। যা আমি যখন কিছু কিছু বুঝি তখনো ছিলো। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু