খাওয় না খাওয়া
রাত 11:41। এখনো কিছু খেতে পারিনি। আর আজকে খাওয়া হবে কি না তাও জানি না। কারণ ভাত ছিলো কিন্তু খাওয়ার মতো কোন তরকানি ছিলো না। আর একজনের কাছে একশত টাকা ধার চেয়েছিলাম তার কাছেও ছিলো না। তাই আজ অনিশ্চয়তার এক রাত্রি। গত দুইদিন ধরে কাশতে কাশতে একেবারে বেহাল দশা হয়ে গেছে। কিছুটা অসুস্থতাও অনুভব করছি। তাই আজ সারা দিন শুয়ে ছিলাম জমার নামাজের পর। মোবাইলে 1000টাকা আছে এটা বের করে খরচ করলে কার্ডে টাকা ঢুকাবো কিভাবে সে ভেবে আর বের করিনি।
মুখে আবার ঘা হতে শুরু করছে। যখনই খাবার দাবার ঝামেলা হয় তখনই এই সমস্যটা হয়। কতকিছু মন চাচ্ছে খেতে কিন্তু কিছুই খেতে পারছি না। বাবা মার খুজখবরও নিতে পারছি না।
ভাত খেয়েছিলাম প্রায় দুইটা বাজে। আর ভাতে কি যে অবস্থা ছিলো পুরো জাও হয়ে গিয়েছিলো আর জাও ভাত খেতে করল্লা ভাজি দিয়ে।
আমার মন চাচ্ছে এখান থেকে চলে যাই। আমার কষ্টগুলো শুধু আল্লাহ দেখুক আর কেউ না। দুনিয়ার কেউ দেখার দরকার নেই। আমি নিরব নিস্তব্ধ এক জায়গায় একা একা কাজ করতে চাই।