আর্থিক দুর্দশা
আব্বা বাজারে গিয়েছে, ভেবেছে কিছু টাকা হয়তো ইনকাম হবে। কিন্তু টাকা পায় নাই এক টাকাও। আমি ঢাকা যাবো। ভাড়া নাই। কারো কাছে চাবো এই অপশন টাও নাই। ঘরে একটা টাকা নাই। বাজারও করতে পারে নাই। শুধু ঢেঁড়স কিনে এনেছে কয়টা। জাওয়াদের জন্য মজা আনবে সে টাকাটা ও নাই আব্বার হাতে এখন।