ভয়ংকর এক পরিস্থিতি
দুলাভাই আর আমি মাগরিবের নামাজের পর তালুকদার পুকুরপাড় বাজারে গিয়েছিলাম। বাজারটা হচ্ছে খুব বড় বিষয় তা না। দুলাভাই লটারি এর দোকানে কি যেন খুঁজছিল দীর্ঘক্ষণ ধরে। আবার এদিকে আমার ইস্তেঞ্জা চাপ দিয়েছে খুব মারাত্মক ভাব।
কিছুই বুঝতে পারছিলাম না যে কি করব? এটাই তো ভয়ঙ্কর রূপ ধারণ করল। মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো আর কি। দিকবেদিক মানুষ অমানুষ কিছুই মানে না।
পরিশেষে এমন চাপ এলো দৌড় দিলেও ঝামেলা আস্তে গেলেও ঝামেলা। তাই আজ রাস্তায় দুইবার থামলাম আটকানোর জন্য। অবশেষে আমি ব্যর্থ হলাম।
ঠিক এই জায়গাটা
এসে আর সইতে পারছিলাম না এখন দেখলাম যে আশপাশে সামনে-পেছনে বামে সাইডে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। দেখলাম কেউ নেই। তখন এই জায়গাটাতেই ছেড়ে দিলাম আর কি। পায়জামাই দিক দিয়েন পুরা ভরে গেছে। তারপর বাসায় গিয়ে আবার সালাম। এবং পরিষ্কার পরিষ্কার হয়ে আবার ফিরে এলাম।