গরমে অতিষ্ঠ

 


প্রচন্ড গরম। নাই কারেন। নাই বাতাস। ঠিক দুপুর। রোদের তাপে শরীর এমনি এমনি ঘামছে। খুব অস্থির লাগছে। একবার পুকুর পাড়ে গিয়ে বসি সেখানেও অসহ্য গরম। সেখান থেকে বাড়ির পিছনে সেখানেও একই অবস্থা। কোথায় যাবো কোন দিশা পাচ্ছিলাম না। পরিশেষে মসজিদে আসলাম। এখানে কিছুটা স্বস্তি লাগছে। যত গরমই লাগুক আমি সাধারণত গেঞ্জি খুলি না। কিন্তু‌ আজকে অসহ্য লাগছে। আর সহ্য করতে পারছি না। 

আম্মা এই গরমে রোদের মাঝে রান্না করে। আল্লাহ কবে তাদের কষ্ট মোচন করতে পারবো। আল্লাহ সাহায্য করো। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু