আজ

 

আজকে দিনের শুরুটা হয়েছিল এলোমেলো ভবে
। কারণ গতকাল কাজ করতে করতে ঘুমাতে হয়েছে দুইটার পরে। তাই কখন যে ফজরের নামাজের ওয়াক্ত চলে গেল এবং প্রায় নয়টা সাড়ে নয়টা বেজে গেল বুঝতেই পারলাম না। 

তাই তখন ওঠে প্লান করলাম কি করা যায়। আটা ছিল রুটি বানালাম প্রায় ১২-১৪ পিস এবং কুমড়া ভাজি করলাম। 

এগুলো বানাতে বানাতে বেঁচে গেল প্রায় সাড়ে দশটা। নিয়ত করেছিলাম রুটিগুলোই আজকের সারাদিনের খাবার হবে সকালে তিনটা খেলাম দুপরেও তিনটা খেলাম ছিল আর তিনটা সেগুলো রেখে দিলাম রোকনের জন্য। 

ভাজি তেমন ছিল না তাই রোকনকে কে ডিম নিয়ে আসতে বললাম। 

রাতে কি রান্না হবে কিছুই নেই। 

কখন এসে খেলো দুইটা নাকি একটা একটা খেয়েছে আর বাকি ছিল দুইটা সেটা আমি খেয়েছি। 

কি করা যায় রাতে ভাত বসানো হলো রোকন রেস্টুরেন্ট হোটেল থেকে মাছের তরকারি নিয়ে আসলো। 

রাতে দুইটা কনটেন্ট ভিডিও কনডেন্ট করা হলো এবং আর সারাদিন লিখিত কনটেন্ট করা হলো এবং একটা পোস্টার করা হলো। 

দুইটা গ্রুপ খোলা হলো। 

মাগরিবের পর রাফানদের বাসায় গেলাম পড়াতে তাকে কালকে তার পরীক্ষা এজন্যই প্রায় নয়টা পর্যন্ত থেকে পড়াতে হল। খুব পানি চলে গেছিল তখন। নার্ভাসও লাগছিল। জীবন পথের পাথেয় বইটি পড়ে নিজেকে আবার খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম। এজন্য মূল আলোচনার্ভাস ফিল হচ্ছিল। তাই তাদের বাসায় ম্যাক্সিমাম টাইম পানি খাওয়া হয় বাড়ি যাওয়া হয়। আজকেও চাইলাম। 

সাথে তা দিয়েছিল রসমালাই। মাঝে মাঝে তাদের বাসায় যাই থাকে দেওয়ার ট্রাই করে। 

ফ্যামিলিটা কে খুব ভালো লাগে একজন মা হিসেবে তার মা একজন আদর্শ মা আমার কাছে মনে হয় সন্তান কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় ভবিষ্যতের চিন্তায় সন্ধান কি মানুষের উপরে তোলার চিন্তায় তিনি ভাবেন চিন্তা করেন। 

এই ধরনের মানুষগুলোকে অনেক অনেক পছন্দ। 

2:15am


Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু