সকালের নাস্তা
কতদিন ধরে যে সকালে খাওয়া হয় না অনেকদিন হয় ছাত্ররা মানে এমনটাই ছিল কখনো খেতাম কখনো খেতাম না মেক্সিমাম টাইমই খাওয়াই হত না সেই দীর্ঘ সময় থেকে এখন পর্যন্ত কখনোই সকালে খুব ভালো যে খাওয়া হয় সেটা এমন না। না খেতে খেতে মনে হয় সকালের কোন খাবার আছে বলে মনে হয় না।
মাঝে মাঝে মনে হয় সেই গতকাল রাতে খেয়েছিলাম সকালে খাইনি খাইনি মানে খাওয়ার সুযোগ হয়নি খাওয়ার কিছু ছিল না পকেটে টাকা ছিল না রান্না করার মত কিছু ছিল না রাতেও রান্না করার রান্না করবো কিছু তাও নেই এখান থেকে সেখান থেকে ধার দেনা করে কোনভাবে ম্যানেজ করা হয় নিজেকে নিজের মতো করে সব মেন্টেন করার চেষ্টা করছি নিজেকেই বলছি নিজের স্বপ্নের পথে চলার জন্য স্বপ্ন জয়ের পথে চলার পথে এই যে কষ্ট এটা আমি রয়ে গিয়েছে আমার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি চলব ইনশাআল্লাহ তবে যখন বেশি ক্ষুধা লাগে খাবার কিছু থাকে না অনেক কিছুই তো খেতে মন চায় ১৫ দিন পর্যন্ত ফোনে টাকা ঢুকানোর মতো সামর্থ্য ছিল না
বাড়িতে ফোন দিব ফোনে টাকা নেই অন্যজনের কাছ থেকে নিব সেও সুযোগটাও আসলে খুব ছিল না তাই দীর্ঘ একটা মাস অপেক্ষা করতে হলো প্রায় ২০-২৫ দিন পর্যন্ত ফোনে টাকা ঢোকানোর মতো কিছুই ছিল না বাড়িতে ফোন দিব সেই সুযোগটাও নেই বাড়ি থেকে বাড়িতেও অনেক টাকার প্রয়োজন ই প্রায় অসুস্থ তাদের এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন কিন্তু আমি একজন ছেলে হিসেবে চালাতে পারছি না।