দুই শিশুর স্বপ্ন
দুই স্বপ্নের ব্যবধান ও ব্যাখ্যা। ইসলামিক স্কুলে পরে একজন আরেকজন কওমি মদারাসায়। কওমিতে যারা পড়ে তাদের চাল চলন একটু আলাদা।
ইসলামিক স্কুলের একজন ছাত্রকে বল্লাম। তুমি বড় হয়ে কি হতে চাও। তার সাসরি উত্তর আমি ফইয়ার ফাইটার হতে চাই।
আচ্ছা ভালো কথা তো কেন হতে চাও ফাইয়ার ফাইটার?
কারণ এর মধ্যমে মানুষকে আমি হেল্প করতে পারবো। তাদেরকে আগুণ থেকে বাচাতে পারবো। এজন্য। বাহ কি সুন্দর কারণ আর কি সুন্দর স্বপ্ন। তখন সত্যি আমি মুগ্ধ হয়েছিলাম। মাত্র সাত বছরের একটা ছেলে তার স্বপ্নের রিজন বা ওয়াই এত সুন্দর করে বর্ণনা করতে পারে এটাই ছিলো আমার প্রথম অভিজ্ঞতা।
এরপর মাদরাসার একজনকে জিজ্ঞেস করলাম। তুমি কি হতে চাও? তোমার জীবনে।
একজন আলেম হতে চাই।
আচ্ছা তো কেন হতে চাও? কোন উত্তর দিতে পারছে না। আমতা আমতা করছে। প্রশ্নটা যদিও কঠিন এর উপযুগী না তারপরেও আমি চাচ্ছিলাম তার মতো কোন উত্তর। এখন উত্তর যাই হোক। এবং তার মতো করে তার কোন কারণ বা ওয়াই বর্ণনা করুক। কিন্তু তার ওয়াইটা তেমন খুব একটা স্পষ্ট ছিলো না। ধোওয়াসা ছিলো।
যেমন সে বললো: আমি মামুনুল হক সাহেবের মতো বক্তা হতে চাই। বক্তা হয়ে মানুষকে বক্তব্য দিতে চাই। এগুলে কেন হতে চাও?
ইসলামের জন্য। তার উত্তর।
এই দুই বক্তব্যে কোন পার্থক্য ধরা পড়ে কিনা।