জীবনযাপনের কলাকৌশল

Koi

 


এইতো গত দুইদিন আগের কথা‌! নিজের জীবনটাকে গোছানোর জন্য সংগ্রাম করে যাচ্ছে তাই ফ্লাটের এক কোণে ডাস্টবিনের পাশে দারোয়ানের ছোট্ট একটা রুমে থাকি দুজন। যেখানে দুজন তো দূরের কথা একজন থাকাটাই অনেকটা কষ্টসাধ্যের বিষয়। যাই হোক নিজের স্বপ্ন বাস্তবায়নের পিছনে সময় দিচ্ছি, স্বপ্ন আমাকে তাড়া করছে। আর বৃহৎ কিছু অর্জনের জন্য ক্ষুদ্র কিছু কষ্ট সবসময়ই মেনে নিতেই হয়। আর সেই ধারাবাহিকতায় নিজের এই কষ্টটুকুকে মেনে নিলাম। এই কষ্টটা একটা সময় আমার জন্য আনন্দের হবে এটা আমি জানি ইনশাআল্লাহ 

 

এই সময়টাতে নিজেকে আবিষ্কার করতে চাইছিলাম ।সত্যিকার অর্থে আমি কে আমি কোথায় আছি এক কথা বলতে গেলে আমি নিজেকে আবিষ্কার করতে চাচ্ছিলাম এবং শিখার ট্রাই করছিলাম যে কিভাবে জীবন যাপনের কৌশল শেখা যায়। 

অর্থকরী এবং বিত্তশালী জীবন-যাপন করা যায় বাট আদর্শ মানুষ হিসেবে এবং জীবন যাপনের কলা কৌশল জেনে বাস্তবায়ন করা এবং নিজের জীবনটাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা অনেক কঠিন। কারণ মানবিক কিছু গুণ থাকে সেগুলো কখনোই নিজের চেষ্টা ছাড়া পরিবর্তন করা যায় না। 

এইতো ধরেন আমরা যেই বাসাযটাতে থাকি সেখানে এক ভদ্রলোক বয়স তার 70 পেরিয়ে ৭৫ ছুঁয়ে ছুই মনে হয়। দাড়ি সবকিছু পেকে গেছে তারপরেও গেটমেনের দায়িত্ব পালন করেন। এই লোকটি অন্য সব দারোয়ানের মতো না। উনি লেখাপড়া জানেন। মোটামুটি অর্থ করেও আছে তার এবং শিক্ষিত। লোকটা কিন্তু কেন যে তিনি দারোয়ানের কাজটা নিয়েছেন? 

সে যাই হোক কিন্তু বিত্তশালী এবং অর্থকরী সম্পন্ন মানুষগুলো এবং অর্থকরী সম্পন্ন মানুষগুলো অর্থকড়ি কামানো জীবন যাপন করা এটা তারা ভালো করেই জানে এবং বুঝে বাট জীবন যাপনের কলা কৌশল সেটা হয়তো বা তারা খুব একটা পাত্তা দেয় না যদি জানতো একটা জিনিসের কারণে এই দাদার বয়স একটা মানুষকে এভাবে ছোট করা খাটো করা আমার কাছে মনে হয় না যে যুক্তিসঙ্গত হতে পারে। 

আসল ঘটনা হচ্ছে খুব একটা বড় বিষয় না নিচের ফ্লোর থাকে গাড়ি রাখার জায়গা থাকে সেখানে সবসময় পরিষ্কার করে রাখেন ঝাড়ু দিয়ে রাখেন বাট গতকাল হয়তো কিছুটা আংশিক ময়লা দেখা যাচ্ছিল কিন্তু এই ক্ষুদ্র একটা কারণে মানুষটি তার দাদার বয়সের বৃদ্ধ মানুষটির সাথে এত খারাপ বিহেভ করবে আমি বিশ্বাস করতে পারিনি 

অনেক ধমকানো হুমকি ধমকানো বাজে ওয়ার্ড ব্যবহার করা কান ধরে বের করে দিব এখনই ঘাড় ধরে বের করে দেব কি করে সারাদিন এ ধরনের নানা চেঁচামেচি কত কিছুই না করেছি কিন্তু আমি চিন্তা করলাম যে আসলে ক্ষুদ্র একটা কারণ সে সুন্দরভাবে সহজেই বলতে পারতো যদি এভাবে না বলে সে টাকা পয়সা ইনকাম করার কৌশলে সেখানে কিন্তু জীবন যাপন করার কৌশল সে সেখানে একজন আদর্শ মানুষ হওয়ার কোন সে রপ্ত করতে পারেনি কারণ যে মানুষটাকে আমি ওই ধমকালাম অন্ততপক্ষে তার মুখের সাদা দাড়িটুকু দেখে তার সাথে ভালো আচরণ করা উচিত ছিল।

যার সাথে এরকম আচরণ করা হলো সেই লোকটা একটা মানুষ একটা মানুষ তার একটা অন্তর আছে, তারা একটা মন আছে আমি যে কথাগুলো বললাম তার ভিতরে কতটুকু প্রভাব ফেলবে এবং তার ভেতর থেকে খুব শক্তির ভয়ানক কতটুকু বদদোয়ার বানি আসবে এটা বিশ্বাস করা যায় না। 

বাট এই জিনিসটা কি খুব সহজে হ্যান্ডেল করা যেত না এটা আমার ক্ষুদ্র অনুভূতি। 

Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু