ক্লান্ত-শ্রান্ত এক দুপুর

 



কোন এক দুপুরে না খেয়ে ক্ষুধার্ত শরীর নিয়ে গরমের মধ্যে ডাস্টবিনের পাশে দারোয়ানের ছোট্ট একটি খুটির শুয়ে আছে। 
হৃদয়ের স্বপ্নের পাহাড় বনে বসে আছি এবং সেই স্বপ্নের পেছনে চলছি চলছি চলছি। 
স্বপ্নের এই পথটাকে সহজ না করা পর্যন্ত এবং আমি ঠিক সেই লোকটা না হওয়া পর্যন্ত আমি সেই পথেই থেকে যাব যতক্ষণ পর্যন্ত না আমি সেই লোকটি হতে পারব যে এই লোকটাই আমি হতে যাচ্ছি যে লোকটিকে ওরা উম্মাহ এর জন্য একটি রত্ন হিসেবে গণ্য করা হবে এবং উম্মাহকে এমন কিছু দেওয়া হবে এমন কিছু দিতে পারবে চিন্তা চেতনাকে জাগিয়ে তুলবে এবং তাদের হারানো অতীতকে ফিরে পাওয়ার জন্য যা যা করা দরকার 
সবই করবে এবং তাদের ঘুমিয়ে যাওয়া সেই চেতনাকে জাগিয়ে তুলবে তাদের মৃত সেই মস্তিষ্ককে আবার জাগ্রত করবে জীবিত করবে প্রাণ সঞ্চার করবে। 
যার হাত ধরে মুসলিম উম্মাহ এর আবার একটি নবজাগরণের সূচনা হবে এবং সবাইকে একটি দামি জীবন ব্যবস্থার আওতাধীন আনার জন্য তার জীবনটাকে উৎসর্গ করবে। 
শুধু একা একা বেঁচে থাকার জন্য সুন্দর একটা লাইফ ডিলিট করার জন্য এবং ফ্যামিলি বাবা-ম এবং একটা স্বামী একটা স্ত্রী নিয়ে সুন্দর একটা সংসার গুছিয়েই জীবনটা এখানেই শেষ হয়ে যায় না
 এতোটুকু আমাদের জীবন নয় আমরা যদি আমাদের পুরো ইতিহাস গুলো ঘেঁটে দেখি আমাদের পূর্বের সোনালী অতীতগুলোকে ঘেঁটে দেখে সোনালী অতীত গুলোর পৃষ্ঠাগুলো উল্টিয়ে দেখে সেই অতীত কোথায় হারিয়ে গেছে এখন আমরা এক মরুভূমিতে বসবাস করছি 

নব্য জাহেলী যুগে এসে আমরা নিজে থেকে হারিয়ে ফেলেছি নিজেদের চরিত্র নিজেদের পরিচয় নিজেদের অস্তিত্ব সবকিছুই জলাঞ্জলি দিয়ে দিয়েছে পশ্চাত্যের সেই মোড়লদের কাছে।

শুধু সুন্দর একটা জীবন যাপন করার মধ্যেই একটা মানুষের দায়িত্ব শেষ হয়ে যায় না উনাকে কিছু দেওয়ার মত তোমাকে জাগ্রত করার মতো কিছু করে যোগ্যতা করবে যোগ্য হিসেবে উপস্থাপন করতে হয় নিজের সেভাবে যোগ্যতা তৈরি করতে হয় শুধু খেলাম ঘুমালাম নিজের সন্তান স্ত্রীকে নিয়ে সুন্দর একটা লাইফ ইট করে জীবনটাকে কাটিয়ে জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হলাম এটার নাম সঠিক লাইফ না এটা তো একজন মুসলমান হিসেবে এটা আমার জন্য কাম্য হতে পারে না।


আচ্ছা ধীরে ধীরে পৃথিবীর চিত্র টাই কেন পরিবর্তন হয়ে গেল এখন পুরো পৃথিবীর মধ্যেই ওর ওয়ার্ল্ডে একজন মুসলমান হিসেবে তার নিজের পরিচয়টুকু যে কি সেটা কি সে জানে? 

সেই তো সেদিন কিছুদিন আগে একটা ভিডিও দেখার পর মনে হল যে ইন্নালিল্লাহ ইসলাম এসে আজকাল কোথায় গিয়ে থেমেছে অস্ট্রেলিয়াতে আফগানিস্তানের একটা ছেলে প্রায় বিশ বছর থেকে ধরে থাকে এবং সেখানে সে বসবাস করে মুসলিম। সে দুপুরের নামাজ পড়ছে যোহরের নামাজ পড়ছে একটা পার্কের পাশে বা এরকম একটা জায়গায় তার পূরণ হলো টি-শার্ট এন্ড হাফ প্যান্ট। 


Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু