আব্বার কষ্ট
আম্মা আজ সকালে ফোন দিয়েছিল ধরতে পারি নাই। পরে দুপুরে ব্যাক করি। আব্বার নাকি আবার ফুঁড়া উঠেছে। খুব ঘন ঘন আব্বার গায়ে ফুঁড়া হয়।
তাই আম্মাকে বললাম আব্বার রক্ত পরীক্ষা করা দরকার। আম্মা বলে করবো নে।
আচ্ছা করবো নে! এটা শুধু তাদের দুজনের বেলায়। আর সন্তানের সামান্য কিছু হলেই ঝর ঝাপটা পারি দিয়ে হলে সন্তানের মুখে হাসি ফুটাতে চান।
হে আল্লাহ কবে তাদের “এই করবো নে” কথায় তাদেরকে হেল্প করতে পারবো?