Art of Well LIving
প্রচন্ড তাপদাহ। কখনো 40 কখনো 40+ আবহাওয়। এ যেন এক পরিস্থিতির রুপ নিয়েছে। জোহরের আযান হয়েছে বেশ আগেই। অজু করে নামাজ পড়তে যাচ্ছি। সামনে কত মানুষই তো পড়ে রাস্তায় বের হওয়ার সময়। ইদানিং এই প্রচন্ড তাপদাহে। কত মানুষ এসি ছাড়া এ সেকেন্ড থাকতে পারছে না। আর কিছু মানুষ জীবিকার তাগিদে 40+ ডিগ্রি তাপ মাথায় নিয়ে রিক্সায় জিবিকা নির্বাহ করছে। কি আদ্ভুত বিষয়ট তাই না।
গত পরশু তো এক রিক্সাওয়ালা হিটস্ট্রুক করে রাস্তায় পড়ে গেছে।
মসজিদে যাওয়া মাঝ পথে একজনকে দেখলাম দরিদ্র অসহায় হুইল চেয়ারে বসে। রোদের মধ্যে নিজে নিজে চালিয়ে নিয়ে যাচ্ছে। কোন এক মসজিদের সামনে হয়তো গিয়ে দাড়াাবে। তার হুইল চেয়ারটি হাতে ঠেলে ঠেলে নিতে হয়। তাই হাতে পট্রি বেধে রেখেছে যাতে দাগ না পরে যায় হাতে।
লোকটাকে দেখে আমার একটু মায়া হলো। ভাবলাম আমি কিতাকে একটু হেল্প করতে পারি । এতটুকু ভাবাতেই থেকে গেল। তাকে আর হেল্প করা হলো না। একশন নেওয়া হলো না।