19/05/2024
রাতে নিয়ত করে রেখেছিলাম যে সকালে উঠে ভাত রান্না করব আর ডিম দিয়ে আলবাজি করব।
দুর্ভাগ্যক্রমে সকালে উঠে দেখি চাল নেই যাদের ছিল না সেটা মনেও ছিল না তারপর ভাবলাম কি করা যায় ছিল আলু ছিল তেল ছিল সো গতকালকে নিয়ে আজকেও রুটি বানালাম এবং আলু ভাজি করলাম সকাল এবং দুপুরে ডিউটি করে চলবে এবং রাতে হয়তো বা অন্য কিছু
বাট রাতে কি রান্না হবে বা কি করব সেটাও জানা নেই এখন।