Environment my problems
শুরু-6:35 Am
আমরা যার মাধ্যমে প্রভাবিত হই, এবং অনেক সময় যার মাধ্যমে বড় কোন সিদ্ধান্ত নিয়ে নেই তার মধ্যে শক্তিশালী টুল হচ্ছে ইনভাইরনমেন্ট বা আমার সারাউন্ডিং।
এই তো আজকে সকালের কথা। অনেকদিন পর ঢাকা এসেছি। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি তখন প্রায় এগারোটা। পাঁচটা বাজে যদি উঠি তারপরেও প্রায় ছয় ঘন্টা ঘুম হবে। একজন নতুন উদ্যোক্তার জন্য আমার কাছে এই ঘুমটাও বেশি মনে হয়। আমার কাছে একজন নতুন উদ্যোক্তার চার ঘন্টা ঘুম যথেষ্ট। এই হিসার নিকাশ করেই ঘুমিয়েছি (এই হিসাব নিকাশটা ছিলো যাস্ট একটা ইচ্ছা যা মাথায় ছিলো. খাতায় লেখা কোন দৃঢ় সংকল্প ছিলো না।)। এবং মোবাইলে পাঁচটা বাজে এলার্মও দিয়ে রেখেছি ঠিক পাঁচটায়।
ঠিক পাঁচটায় এলার্ম ভেজে উঠলো। আমার এলার্ম শুনার আগে রোকনের এলার্মের আওয়াজ আনে আসলো আগে। আগরে মতো সে তার এলার্ম বন্ধ করে শুয়ে পড়লো। এদিকে আমারটাও বাজতে শুরু করলো। আমি উঠে বসলাম। এবং কিছুক্ষণ চিন্তা করালাম। কি করবো। যদি উঠি নামাজ পড়বো কোথায়? তিনজন শুয়েছি ছোট্ট একটি রুমে। (এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো: এক্সকিউজ)
এরপর মোবাইল বন্ধ করে সোজা শুয়ে পড়লাম। পরে উঠলাম 6:35 AM এ। কই উঠার কথা 5:00AM এ। এখন উঠলাম 6:35 AM এ।(এটা আমার আজকের ব্যর্থতার ক্ষুদ্র একটা অংশ আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতাগুলোাই বিশাল আকার ধারণ করে সময়ের ব্যবধানে।)
এমনটা কেন হলো?
এখানে দুইটি বিষয় আমার প্রব্লেম ছিলো।
- পরিবেশের মাধ্যমে আমি পরিচালিত হয়েছি।
- পূর্ব পারিকল্পনা ছিলো না।
পরিবেশের মাধ্যমে আমার পরিচালিত হওয়ার কারণ হলো: আমার গোল, আমার উচ্চাকাঙ্খা আমাকে তাড়িত করে নাই। সবচেয়ে বড় যে কারণ সেটা আমার স্ট্রং কোন পূর্ব পরিকল্পনাই ছিলো না। দিনটা শুরু করেছি কোন পূর্ব পরিকল্পনা ছাড়াই।
এর ফলে আমার কি হলো?
- একটি ব্যর্থতা দিয়ে আজকের দিনটি শুরু হলো।
- সময় নষ্ট হলো
- দিনটা শুরু হলো একটা এক্সকিউজ দিয়ে
- সবকিছু এলোমেলো হলো।
- ফজরের নামাজ পড়া হলো না।
তাহলে এখন আমার করণীয় কি:
- ছোট থেকে ছোট এক্সকিউজ বাদ দিতে হবে।
- প্রতিদিনটাকে শুরু করতে হবে স্ট্রং ও দৃঢ় সংকল্পবদ্ধ একটি পরিকল্পনা দিয়ে।
- যদি পরিবেশটাকে অনুকুলে আনা যায় তাহলে অনুকূলে আনতে হবে। সম্ভব না হলে এই স্থান পরিত্যাগ করতে হবে।
শেষ-7:13Am
23/04/2024