সেলস
আসরের নামাজের পর। মহিলা কলেজের সামনে। কিছু স্টেশনারি আইটেম কেনার দরকার। কলেজের সামনে এজাতীয় জিনিস খুব ভালো পাওয়া যায়। তাই সেখানেই গেলাম। কিছু প্রিন্ট করানো দরকার ছিল। প্রিন্ট করে একটা দোকানে গেলাম ছোট একটা নোট পছন্দ হয়েছে দাম জিজ্ঞেস করলাম। ৮০ টাকা চাইলো। দাম শুনে কিছু না বলে রেখে দিলাম। বাচ্চাদের আরো স্টেশনারি আইটেম দেখছিলাম। আমি মূলতো কিছু কিনবো।
এর মধ্যে দুইজন মেয়ে ঢুকেছে। তখন লোকটির গলার স্বর পরিবর্তন হয়েগেছে। তখন আমি কোন কিছুর দাম জিজ্ঞেস করলে কেমন গা ছাড়া ভাব। হুজুর মানুষ কিছু কি নিবে? এরকম গলার স্বর আরকি।
আমি এটা বুঝতে পেরে চলে আসছি। আরেকটি দোকানে গিয়ে বেশ কিছু জিনিস কিনলাম। আগেও এই দোকান থেকে টুকটাক জিনিস কেনা হতো। দাম দেওয়ার সময় তখন জিজ্ঞেস করলাম কিছু কম হবে না? তখন নরম স্বরে বলল এগুলোতে কম দেয় না। এ কথা বলে মুচকি হাসি দিয়ে পালস চকলেট দুইটা ধরিয়ে দিলো।
এখানে সেলসের সুন্দর একটা রুলস তিনি প্লে করেছে। নিজের থেকে একটা মুচকি হাসি উপহার দিয়েছেন। এবং দুইটা চকলেট।