আমার এক নতুন দিন 26/04/2024

 বেশ কয়দিন ধরে প্ল্যন, পরিকল্পনা, আর গোল নিয়ে এবং নিজেকে তৈরি করা নিয়ে কাজ করছিলাম। কিভাবে নিজেকে আরো বেশি প্রডাক্টিভ করা যায় েএবং নিজেকে আরো ডিসিপ্লিনের আওতায় আনা যায়। সেই হিসাবে গত দুইদিন আমার কোন প্ল্যান পরিকল্পনা ছিলো না। যা আমাকে মটিভেইট করতে পারে। আমাকে ঘুম থেকে জাাগতে পারে। আলহামদুলিল্লাহ গতকাল প্ল্যান করেই ঘুমিয়েছি এবং প্ল্যান অনুযায়ীই সবকিছু করার ট্রাই করছি। 

তবে আজকে সবচেয়ে ভালো লাগার যে বিষয় সেটা হচ্ছে। আজকে গড়িমসিটা বাদ দিতে পেরেছি। অলসতা বাদ দিয়ে  3:50 AM এ উঠতে পেরেছি।  এবং সুন্দরভাবে চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি। আযকার আদায় করেছি। কুরআন তরজমা পড়েছি। মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছি। অল্প পরিমান হেঁটেছি। তারপর  এসে লিখতে বসেছি। আমি বলতে পারি আমার আজকের দিনটা সফলতা দিয়ে শুরু হয়েছে।  এবং সারাটাদিন শৃঙ্খলা অনুযায়ীই যাবে। আশা করি ইনশাআল্লাহ। 

কারণ আগের কয়দিন আমার পরিকল্পনা ছিলোনা। 

5:59 AM, 26/04/2024


Popular posts from this blog

জীবনের ফার্স্ট টিউশনি (১০/১২/২০২৩)

রাফানের আম্মু