বাচ্চাদের শিক্ষা
প্রচন্ড গরম। নেই বিদ্যুৎ। বই পড়ছি ফ্লোরে বসে। এমন সময় চতুরদিক থেকে আমানের সুর ভেসে আসছে। কি অসাধারণ এক সুমধুর বাক্যমালা। আমি তখন গাজীপুর বোনের বাসায়।
ছোট ভাগিনি, বয়স তিন সারে তিন হবে। মাত্র গোসল করে এসেছে। আযানের শব্দ শোনার সাথে সাথেই জায়নামাজ নিয়ে নামাজ পড়ছে।