13/04/2024 "দুলাল কাকা"
গ্রামে আসলে কত জনের কত কথা যে শুনতে হয়। কারো দুঃখ কারো সুখ। কত কথা যে কানে আসে তা বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ দুঃখের কথাই আসে।
রাজুর আব্বা তেমনই একজন। কষ্টেই কেটেছে যার সারাটা জীবন। অসুস্থ হলেও ওষুধ খেতে পারে নাই টাকার অভাবে।
আজকে সকালে হঠাৎ করে বুকে ব্যথা পাচ্ছে। ধরাধরি করে নেওয়া হলো ঘরে। তারপরেও কিছু হচ্ছেনা। তারপর ধরাধরি করে নেওয়া হলো নান্দাইল জরুরি বিভাগে। সেখানেও রাখা হলো না। সেখান থেকে রেফার করা হলো ময়মনসিংহ। হসপিটালে পৌঁছার আগেই দুনিয়ার মায়া ছেড়ে পরপারে পারি জমান।
মুহূর্তেই খবর ছড়িয়ে পরে চারদিক। শুরু হয় কান্না-কাটি।
৭:১৫ Pm জানাজার টাইম নির্ধারণ করা হলো। বাঁশ কেটে, কবর খনন করে মাইয়্যেতকে গোসল করিয়ে রেডি করা হলো।
জানাজা আমাকেই পড়াতে হলো। নির্দিষ্ট টাইমে জানাজা পড়ে তাকে চিরস্থায়ী ঘরে শুয়ে রাখা হলো। লৈ
দেখেছি -
১৪/০৪/২০২৪
১১:৫৬ AM