২১/০৩/২০২৪
আজ সারাদিন কন্টেন্ট রিসার্চ ভিডিও দেখা ইত্যাদি কাজ করেই সারাদিন ব্যয় হয়েছে।
আর আজ মসজিদে সবগুজারি ছিলো তাই আমি ইফতারির দাওয়াত। সেখানেই ইফতারি টা পারলাম।
রোজার মাস। আজ রহমতের দশদিন চলে গেছে। একেক মসজিদে একেক টাইমে নামাজ হয়। প্রথম বেশ কয়দিন স্টাপকোওয়ারটার মসজিদে পড়তাম। কিন্তু পারিপার্শ্বিক কিছু কারণে আর সেখানে পড়া হয় না। তাই এখন পড়ি বিবি মসজিদ। সেখানে নামাজ ৮:৩০।
আজকে আকাশটাও মেঘলা। ঝিরঝির বৃষ্টি পড়ছে। কিছুটা শীতলতা অনুভব হচ্ছে। এর মধ্যেই রওয়ানা হলাম নামাজে। গেইটে ঢুকবো। তখনই নজরে পড়ে এক অসহায় মা ও তার শিশু বাচ্চা। নিজে ভিজে চাচ্ছে তাতে কোন জায় আসে না। কিন্তু তার আদরের সোনামনির গায়ে যেন এক ফোঁটা পানিও না পড়ে । সে জন্য তার সাধ্য মতো বাবুকে পেঁচিয়ে নিজের কোলে আগলে রেখেছে। বুকটা মুচড়ে উঠলো। আর আমি কিই বা করতে পারি একটু মুচকি হাঁসি উপহার দেওয়া ছাড়া। নিজের খাওয়ার মতো পয়সা হাতে নেই।
মাঝে মাঝে মনে হয় এদেরকে যারা ভিক্ষা দেয় তারা কি ভিক্ষা দিয়ে তাদেরকে দরিদ্র থাকা বৈধতা অনুমতি দেয়?
![]() |
3:18AM |